× Banner
সর্বশেষ
প্রাণী বাঁচান, গ্রহ বাঁচান প্রতিপাদ্য পালিত হচ্ছে বিশ্ব প্রাণী দিবস আজ ফাতেহা-ই-ইয়াজদাহম গাজা শান্তি প্রস্তাবে আংশিক সম্মতি জানিয়েছে হামাস আজ ৪ অক্টোবর শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৪ অক্টোবর শনিবারে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক 

সাবান দিয়ে ধোয়া যাবে স্মার্টফোন!

admin
হালনাগাদ: শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: পানিতে নষ্ট হবে না বা ধুলো লেগেও নোংরা হবে না-মার্কা ফিচারসে সমৃদ্ধ স্মার্টফোন বাজারে প্রচলিত আছে। পোশাকি ভাষায় যাকে বলে ওয়াটার-রেসিসটেন্স বা ডাস্ট-প্রুফ। কিন্তু এই প্রথম বাজারে এলো এমন এক স্মার্টফোন যা সাবানজলে ধোয়া যাবে।

ফলে এখন আপনার সাধের ফোনটি নোংরা হলেও কুছ পরোয়া নেহি। স্রেফ ফোনের গায়ে ভালো করে সাবান ঘষুন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। শেষে পরিষ্কার ও শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেললেই আপনার ফোন একেবারে ঝকঝকে। এতটাই নতুনের মতো দেখতে হবে আপনার মুঠোফোনটি, যে আপনার মুখ দেখা যাবে।

ফোনটির নাম ‘ডিগনো রাফর’। তৈরি করেছে কেডিডিআই অ্যান্ড কিয়সেরা নামের এক জাপানি সংস্থা। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ফোনটি আত্মপ্রকাশ করলো। ফোনটির স্ক্রিন মোড়া ড্রাগনটেল গ্লাসে। বাংলাদেশি মুদ্রায় ‘ডিগনো রাফর’ -এর দাম পড়বে প্রায় ৩৫ হাজার টাকা।


এ ক্যটাগরির আরো খবর..