× Banner
সর্বশেষ
পা দিয়ে লিখে এইচএসসি পাস করলেও পরিচয়পত্রের জন্য দ্বারে দ্বারে ঘুরছেন অদম্য জসিম সাভারে ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার আহ্বান পরিবেশ উপদেষ্টার অর্জুনকে যুদ্ধে কনভেন্স করার বক্তব্যই গীতা -জহির উদ্দিন স্বপন মানবাধিকার প্রতিষ্ঠার অগ্রপথিক মহানবী (সা.) -ধর্ম উপদেষ্টা পাক-সৌদি প্রতিরক্ষা চুক্তি, বাড়ছে পাকিস্তানের উপর ইসরায়েলের দূরত্ব বিমান ও পর্যটন খাতের উন্নয়নে বিভাগীয় কমিশনারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত নোয়াখালীতে জেনারেল হাসপাতাললে ৭ দালালকে কারাদন্ড বিএনপি ক্ষমতায় আসলে নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবে”- আনিসুর রহমান তালুকদার সৌদি আরবে অবৈধ প্রবাসীদের সুখবর দিলো সরকার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্য

ডেস্ক

সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধে পরামর্শ জর্জ যাকোব কাভোকাদের

অনলাইন ডেক্স
হালনাগাদ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই ঢাকা সফরে এসেছেন ভ্যাটিকানের কার্ডিনাল ও আন্তঃধর্মীয় সংলাপবিষয়ক প্রতিনিধি জর্জ যাকোব কাভোকাদ। তিনি জানিয়েছেন সংখ্যালঘুদের ওপর সহিংসতা প্রতিরোধে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একসাথে বসে সংলাপের উদ্যোগ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।

১০ সেপ্টেম্বর বুধবার রাজধানীর কাকরাইলে রমনা আর্চবিশপ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব পরামর্শ জানান।

কার্ডিনাল কাভোকাদ বলেন, শান্তি, সংলাপ ও স্থিতিশীলতার মধ্য দিয়েই সংখ্যালঘু সহিংসতা প্রতিরোধ করতে হবে। এ জন্য রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের একসাথে বসে সংলাপের উদ্যোগ নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে কোনো ধরনের সহিংসতা না ঘটে।

ভ্যাটিকান প্রতিনিধি দলের ঢাকা সফর উপলক্ষে আয়োজিত এই সংবাদ সম্মেলনে দলটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এসময় তারা সফর সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

ভ্যাটিকান প্রতিনিধি দলের সদস্যরা জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মধ্যে শান্তি, সম্প্রীতি ও সহনশীলতার বার্তা পৌঁছে দিতেই তারা ঢাকা সফরে এসেছেন।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ, আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার এবং বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন রেনডল।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাদার আগস্টিন বুলবুল রিবেরু ও জ্যোতি এফ. গোমেজ।

গত ৬ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ সফর করছেন ভ্যাটিকানের কার্ডিনাল জর্জ যাকোব কাভোকাদের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলটি ।


এ ক্যটাগরির আরো খবর..