× Banner
সর্বশেষ
নভেম্বর থেকে টিসিবির তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও বাসস্থান উন্নয়নে কাজ করছে সরকার ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা ও বিক্রয় নিষিদ্ধ প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকেট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের বাংলাদেশ ও এডিবির মধ্যে ঋণচুক্তি ও অনুদানচুক্তি স্বাক্ষরিত অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অন্যতম প্রধান চ্যালেঞ্জ খাদ্য অপচয় ও ক্ষতি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার দুর্গাপূজা পূজা উপলক্ষে ৮ দিনে ভারতে গেল ১০২.২১৪ মেট্রিকটন ইলিশ খুলনার পাইকগাছার বহুল আলোচিত টোল মিনারুলকে এনসিপি থেকে অবাঞ্ছিত ঘোষণা বেনাপোলে বিজিবির অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

বরিশাল প্রতিনিধি

সর্বোচ্চ দরদাতা পায়নি ইজারা, সরকার হারিয়েছে মোটা অংকের রাজস্ব

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪

স্পষ্ট কোটেশনে সর্বোচ্চ দরদাতাকে দেওয়া হয়নি ইজারা। টেন্ডার মূল্যায়নে কারসাজির মাধ্যমে সর্বনিন্ম দরদাতাকে ইজারা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।এতে করে সরকারি হারিয়েছে মোটা অংকের টাকার রাজস্ব। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

শুক্রবার সকালে সর্বোচ্চ দরদাতা হয়েও ইজারা না পাওয়া ভুক্তভোগী নাজমুল হক অভিযোগ করে বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডবিøউটিএ) বরিশাল নদী বন্দরের উপ-পরিচালক আব্দুল রাজ্জাক টেন্ডার মূল্যায়নে কারসাজি করে সর্বনিন্ম দরদাতাকে ইজারা দিয়েছেন।

নাজমুল হক আরও জানান, বরিশাল নদী বন্দরের আওতাধীন রকেটঘাট সংলগ্ন কাঁচা বাজার রোড চার্জ পয়েন্টের ইজারা আদায়ের জন্য গত ২২ সেপ্টেম্বর স্পষ্ট কোটেশন রেটে দরপত্র আহবান করা হয়। গত ২৫ সেপ্টেম্বর স্পষ্ট কোটেশন দরপত্র জমা দেওয়ার শেষদিন ছিলো।

স্পষ্ট কোটেশনে পাঁচজন দরদাতা অংশগ্রহণ করেন। ওইদিন টেন্ডার কমিটির নেতৃবৃন্দরা সকলের উপস্থিতিতে কোটেশনে সর্বোচ্চ দরদাতাকে ইজারা আদায়ের জন্য অনুমতি দেওয়ার কথা থাকলেও সম্পূর্ণ কারসাজির মাধ্যমে সর্বোচ্চ দরদাতা

নাজমুল হককে ৯০ হাজার টাকায় ইজারা না দিয়ে সর্বনিন্ম দরদাতা আবুল কালামকে ৬২ হাজার টাকায় ইজারা আদায়ের অনুমতি দিয়েছে।

নাজমুল হক বলেন, বন্দর কর্মকর্তার অনিয়মের কারণে সরকার মোটা অংকের রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে। বন্দর কর্মকর্তা আব্দুল রাজ্জাকের বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে সর্বনিন্ম দরদাতাকে ইজারা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি (নাজমুল হক) উল্লেখ করেন।

অভিযোগের ব্যাপারে বরিশাল বন্দর কর্মকর্তা আব্দুল রাজ্জাকের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও নাম্বারটি বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। তবে বিআইডবিøউটিএ’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক সাইফুল ইসলাম বলেন, স্পষ্ট কোটেশন টেন্ডারের বিষয়টি বরিশাল নদী বন্দর কর্মকর্তা দেখেন। নিয়ম অনুযায়ী সর্বোচ্চ দরদাতা ইজারা পাবেন। সেখানে কোন অনিয়ম হলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..