লক্ষন চন্দ্র বর্মন, রংপুরঃ রংপুর জেলা তথ্য অফিসের আয়োজনে মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে আজ দুপুর ১২.০০ ঘটিকায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা জনগণকে অবহিতকরণ ও সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংএ বর্তমান সরকারের রূপকল্প, সাফল্যের বিভিন্ন দিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ ও সফলতার চিত্র তুলে হয়।
প্রেস ব্রিফিং এ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহামাম্মদ সালাহ্উদ্দিন ও জেলা সিনিয়র তথ্য অফিসার মোঃ হুমায়ন কবির, সাংবাদিকদের মধ্যে মোঃ আব্দুল হালিম, সভাপতি, ঢাকা প্রেস ক্লাব রংপুর বিভাগীয় ইউনিট, মিঠাপুকুর প্রেস ক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী প্রমুখ।