ডেস্ক রিপোর্ট: সারা দেশে আবার ছড়িয়ে পড়েছে নিষিদ্ধ পলিথিন ব্যাগ। ব্যবসায়ীদের মতে, প্রতিদিন সারা দেশে এক কোটি ২৫ লাখের বেশি পলিথিন বিক্রি হচ্ছে। কিন্তু সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে পলিথিন ব্যাগের কারখানার সঠিক পরিসংখ্যান নেই।
বিনিয়োগ বোর্ড বলছে ৪০টি কারখানা, অন্যদিকে পরিবেশ অধিদপ্তর বলছে শতাধিক পলিথিন ব্যাগের কারখানা রয়েছে দেশে। পরিবেশ অধিদপ্তর ও বিনিয়োগ বোর্ডে চিঠি দিয়েও সঠিক তথ্য পাচ্ছে না বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
এ বিষয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, শিল্প মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ৫ হাজার ৩০টি প্লাস্টিক শিল্প-কারখানা রয়েছে, যার অধিকাংশই বেসরকারি মালিকানাধীন। এর মধ্যে ৫০টি বড়, ১ হাজার ৪৮০টি মাঝারি এবং প্রায় ৩ হাজার ৩০টি ক্ষুদ্র কারখানা। এসব কারখানার ৮০ শতাংশই ঢাকাকেন্দ্রিক এবং ক্ষুদ্র কারখানার ৯০ শতাংশই পুরান ঢাকার বিভিন্ন স্থানে অবস্থিত।
মির্জা আজম বলেন, বিনিয়োগ বোর্ডের হিসাবে দেশে নিষিদ্ধ পলিথিন ব্যাগ উৎপাদনকারী কারখানার সংখ্যা ৪০; আর পরিবেশ অধিদপ্তর জানিয়েছে শতাধিক। তবে বেসরকারি সংস্থা বলছে, পলিথিন ব্যাগের দুই শতাধিক কারখানা রয়েছে দেশে।
সারা দেশে নিষিদ্ধ পলিথিন ব্যাগের কতটি কারখানার রয়েছে, তিনটি মন্ত্রণালয়ে এ সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, “মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তর থেকে তথ্য এলে আমরা নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে আবার অভিযান চালাব।”
এদিকে দেশে নিষিদ্ধ পলিথিন ব্যাগের ব্যবহার ব্যাপক আকার ধারণ করেছে। গ্রাম কিংবা শহর, সব জায়গায় যেকোনো কেনাকাটায় ব্যবহৃত হচ্ছে পলিব্যাগ। কিছু চেইন শপ আর হাতে গোনা দু-একটি প্রতিষ্ঠান ছাড়া সব দোকানেই বিক্রীত পণ্য পলিব্যাগে ভরে ক্রেতার হাতে তুলে দেয়া হয়। এসব পলিব্যাগ পরে যত্রতত্র ফেলা হয়, যা পরিবেশের জন্য গুরুতর হুমকির কারণ হচ্ছে।
এ ব্যাপারে ক্রেতা বা বিক্রেতা, কারো মধ্যেই সচেতনতা দেখা যায় না। তাদের সচেতন করতে কোনো উদ্যোগও নেই। বাজারে পাটের ব্যাগ পাওয়া গেলেও দাম বেশি বলে সেগুলো কেনা বা ব্যবহারের তাগিদ নেই ক্রেতাদের।
পরিবেশ ও বন মন্ত্রণালয় অতিরিক্ত সচিব মো. নুরুল করিম দাবি করেন, প্রতিনিয়তই পলিথিনের বিরুদ্ধে অভিযান চলছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডও দেওয়া হচ্ছে। তবে তিনি বলেন, “সবার আগে জনসচেতনতা প্রয়োজন। জনগণ যদি পলিথিন বর্জন করে, তাহলে এটি রোধ করা সহজ হবে।”
নিষিদ্ধ পলিথিন তৈরির কারখানার সংখ্যার বিষয়ে জানতে চাইলে নুরুল করিম বলেন, “এগুলো দেখভাল করে পরিবেশ অধিদপ্তর। তারা বিষয়টি জানাতে পারবে।”
পরিবেশ অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক (ভারপ্রাপ্ত মহাপরিচালক) কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী বলেন, “আসলে পলিথিনের কারখানা করার কোনো ছাড়পত্র আমরা দেই না। আমরা যখন অভিযান পরিচালনা করি, তখন যেগুলো পাওয়া যায়, তার তথ্য আছে। কিন্তু পলিথিন কারখানার তথ্য আমাদের কাছে নেই।”
পরিবেশ বাঁচাও আন্দোলনের (পবা) সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুস সোবাহান বলেন, আইন হওয়ার সময় বাংলাদেশের যত পলিথিন কারখানা ছিল, তার ১০ গুণের বেশি কারখানা এখন চালু রয়েছে। পলিথিন ব্যাগ উদ্ধার ও আটকের বিষয়ে আন্তরিকতা দেখা যাচ্ছে না পরিবেশ অধিদপ্তরের। আইন থাকলেও প্রয়োগ নেই। পলিথিন নিষিদ্ধ করার পর মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছিল। কিন্তু একটা সময় পর এ ব্যাপারে সরকারের উদ্যোগে ভাটা পড়ে। সরকার যদি আন্তরিকতার সঙ্গে আইন প্রয়োগ করে, তাহলেই কেবল পলিথিনের ব্যবহার বন্ধ হবে।
জানা যায়, আশির দশকের গোড়ার দিকে দেশে বাণিজ্যিক ভিত্তিতে পলিথিন ব্যাগ উৎপাদন, বিপণন ও বহুল ব্যবহার শুরু হয়। এর আগে ১৯৮২ সাল পর্যন্ত এ দেশে গ্রামগঞ্জ ও শহরের মানুষ পাটের থলে, বাঁশ-বেতের ডোলা ইত্যাদি নিয়ে হাটবাজার করত। দোকানিরা পণ্য দিত কাগজের ঠোঙা ভরে। এতে স্বাস্থ্য, অর্থ ও পরিবেশ- সবকিছুই সুরক্ষা পেত।
কিন্তু থার্মোপ্লাস্টিক-জাতীয় পদার্থ দিয়ে প্রস্তুত পলিব্যাগ ওজনে হালকা, সহজে বহনযোগ্য ও দামে সস্তা হওয়ায় অল্প সময়েই তা বিপুল জনপ্রিয়তা পায়। পুরান ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠে শত শত পলিথিন কারখানা। অল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় এক শ্রেণির উদ্যোক্তা এ খাতে বিনিয়োগ করে রীতিমতো একে শিল্পে রূপান্তর করে ফেলেন।
পলিথিনের বিপুল ব্যাহারের কারণে এর বিরূপ প্রভাব পড়তে থাকে পরিবেশের ওপর। জলাবদ্ধতা সৃষ্টি, মাটির উর্বরতা নষ্ট করাসহ এর ক্ষতিকর বিভিন্ন দিক স্পষ্ট হতে থাকে দিন দিন।
১৯৯০ সালের ৬ জুন এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) প্রথম পলিথিন শপিং ব্যাগ বন্ধের আন্দোলন শুরু করে। এক যুগের বেশি সময় ধরে বিভিন্ন গবেষণা, সচেতনতামূলক কার্যক্রম, মতবিনিময় সভা, সেমিনারের মাধ্যমে পলিথিন ব্যাগের অপকারিতা তুলে ধরা হয়।
বিএনপির নেতৃত্বাধীন তৎকালীন চারদলীয় জোট সরকার ২০০২ সালের ১ জানুয়ারি থেকে ক্ষতিকর পলিথিনের উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে। ১৯৯৫ সালের পরিবেশ সংরক্ষণ আইনের ৬ক ধারা সংযোজনের মাধ্যমে এ-সংক্রান্ত ঘোষণা বাস্তবায়ন করা হয়। একই বছরের ৮ নভেম্বর সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে সাময়িকভাবে বিস্কুট, চানাচুরের মোড়ক হিসেবে পলিথিনের ব্যবহার করা যাবে বলে জানায়। তবে সেই পলিথিনের পুরুত্ব অবশ্যই ১০০ মাইক্রেনের ওপরে হতে হবে বলে শর্ত দেয়। এই আইনের ১৫ ধারায় বলা হয়, ‘কেউ যদি পলিথিন সামগ্রী উৎপাদন, আমদানি বা বাজারজাত করে, তবে তার শাস্তি হবে ১০ বৎসরের কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। আর কোনো ব্যক্তি যদি নিষিদ্ধ ঘোষিত পলিথিন সামগ্রী বিক্রি বা বিক্রির উদ্দেশ্যে প্রদর্শন, গুদামজাত, বিতরণ ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন বা বাণিজ্যিকভাবে ব্যবহার করে, তবে সে ক্ষেত্রে তার শাস্তি ছয় মাসের কারাদণ্ড অথবা ১০ হাজার টাকা জরিমানা বা উভয় শাস্তিই প্রযোজ্য হবে।’
২০০৯ সালে মহাজোট সরকারের আমল থেকে পলিথিনবিরোধী পদক্ষেপ অকার্যকর হয়ে পড়তে থাকে। ফলে আবার বাজারে নিষিদ্ধ পলিথিন আসতে শুরু করে।
পরিবেশ অধিদপ্তরের এক পরিসংখ্যানে দেখা যায়, ১৯৯৩ সালে সারা দেশে প্রতিদিন ৪৫ লাখ পলিথিন ব্যাগের ব্যবহার হতো। ২০০০ সালে তা বেড়ে দাঁড়ায় ৯৩ লাখে। ২০০৯ সালে দাঁড়ায় এক কোটি ১২ লাখ।
পুরান ঢাকার লালবাগের একটি কারখানা ম্যানেজার আলাউদ্দিন জানান, বর্তমানে সারা দেশে এক কোটি ২৫ লাখের বেশি পলিথিন বাজারে বিক্রি হচ্ছে।