স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর বলেছেন, স্বাস্থ্যখাত সংস্কার নিয়ে আন্দোলনকারীরা যে তিন দফা দাবি তুলেছে তা যৌক্তিক। তবে তা বাস্তবায়নে দীর্ঘসময় লাগবে।
বুধবার (১৩ আগস্ট) দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন এবং কর্মকর্তাদের পাশাপাশি সেবা গ্রহীতাদের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেছেন, সেবার মান বৃদ্ধিতে লোকবল, অবকাঠামোগত পরিবর্তনে সময় লাগবে।
আন্দোলনকারীদের বিষয়ে তিনি বলেন, এটা কি সরকারকে বেকাদায় ফেলে তৃতীয়পক্ষের কেউ ফায়দা লোটতে চায় কিনা, তা ভাবতে হবে। তবে জনদুর্ভোগ সৃষ্টির বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেখবে। মহাপরিচালকের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান। অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অংশগ্রহণ করেন।
অপরদিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যালের স্বাস্থ্য পরিসেবা বৃদ্ধির পাশপাশি দেশব্যাপী স্বাস্থ্যখাতের সংস্কার আন্দোলনকারীরা বুধবার ১৭দিন পাড় করেছেন। এরমধ্যে পাঁচদিন ধরে তারা নগরীর নথুল্লাবাদে মহাসড়ক অবরোধ করায় যানচলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত তারা এই অবরোধ পালন করছেন। অন্যদিকে শের-ই বাংলা মেডিক্যালের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা অনশনে রয়েছেন। এসময় তাদেরকে অনশন ভাঙ্গানোর চেষ্টা করা হলেও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্যদের অনুরোধ রাখেননি অনশনরতরা। তারা স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশালে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলার দাবি করেন। এরপূর্বে মঙ্গলবার (১২ আগস্ট) দিবাগত রাতে বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অনশনরতদের জন্য ফল নিয়ে গেলে তাও রাখেননি আন্দোলনকারী শিক্ষার্থীরা। অনশরতদের সাথে কথা বলে ব্যর্থ হয়েছেন বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মশিউল মুনীর।
আন্দোলনের নেতৃত্বে থাকা সংগঠক মহিউদ্দিন রনি বলেন, সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে অব্যবস্থাপনা, রোগীদের হয়রানি ও স্বাস্থ্য খাতের সিন্ডিকেট ভাঙার দাবিতে আমাদের এই আন্দোলন। আমাদের দাবি স্বাস্থ্য উপদেষ্টাকে স্বশরীরে বরিশালে এসে আন্দোলনকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিতে হবে। তিনি (স্বাস্থ্য উপদেষ্টা) বরিশালে না আসা পর্যন্ত আমাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, স্বাস্থ্যসেবায় অনিয়ম দুর্নীতির প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ে চলমান ১৭ দিনের আন্দোলন থামাতে বরিশাল সফর করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙাতে চাইলেও বিক্ষুব্ধরা রাজি হননি। সড়কপথে বুধবার সকালে বরিশালে পৌঁছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বৈঠক করেন তার দপ্তরের স্থানীয় শীর্ষ কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের সাথে। শের-ই বাংলা মেডিক্যাল কলেজের কনফারেন্স রুমে বিকেল পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মেডিক্যালের সামনে অবস্থান নেয়া ছাত্রদের মহাপরিচালক অনশন ভাঙাতে চাইলেও তাতে রাজি হননি আন্দোলকারীরা।