× Banner
সর্বশেষ
ভারত আবারও জাতিসংঘের মঞ্চে পাকিস্তানকে উন্মোচিত করল সন্ত্রাসবাদের বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করলেন জয়শঙ্কর আমেরিকার সঙ্গে নয়, চীনের সাথে কৌশলগত সম্পর্ক পাকিস্তানের: খাজা আসিফ নড়াইলে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা অমান্য করে খাল-বিলসহ বিভিন্ন জলাশয় থেকে অবাধে শামুক-ঝিনুক আহরণ প্রবাসীরা বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -প্রধান উপদেষ্টা আজ ২৮ সেপ্টেম্বর (১১ আশ্বিন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯

ঢাকা, ২৭ আষাঢ় (১১ জুলাই) : সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩য় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেনন বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, বেগম নাসরিন জাহান রতনা, বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন, আ ক ম সরওয়ার জাহান, কাজী কানিজ সুলতানা এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন।

২য় বৈঠকে গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন বৈঠকে উপস্থাপন করা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বৈঠকে সমাজসেবা অধিদপ্তরের ‘রিসোর্স শিক্ষক’ পদে নিয়োগ নিয়ে আলোচনা করা হয়। দৃষ্টি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে রাষ্ট্র ও সমাজের মূলস্রোত ধারায় সম্পৃক্ত করতে ‘রিসোর্স শিক্ষক’ পদে নিয়োগের ক্ষেত্রে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বিশেষ সুযোগ রেখে নিয়োগবিধি সংশোধণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। সচিব ও মন্ত্রীকে সরাসরি পাবলিক সার্ভিস কমিশনের সাথে আলোচনা করে দ্রুত বিষয়টি নিষ্পত্তি করার জন্য অনুরোধ জানানো হয়।

শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাষ্টের সমুদয় সম্পত্তির আয়ব্যয় সংবলিত প্রতিবেদন উপস্থাপন এবং সম্ভাবনাময় ট্রাষ্টটিকে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ গ্রহণে বৈঠকে সুপারিশ করা হয়। এছাড়াও ট্রাষ্টটির সমগ্র কাযক্রম পর্যালোচনা করে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করার জন্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেনকে আহ্বায়ক এবং আ ক ম সরওয়ার জাহান ও আরমা দত্তকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট সংসদীয় সাবকমিটি গঠন করা হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের কার্যক্রমের বিস্তারিত বিবরণ উপস্থাপন করা হয়। বৈঠকে প্রতিবন্ধীভাতা, বয়স্কভাতা, বিধবাভাতা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয় এবং এনআইডির সাথে মিলিয়ে ভাতাভোগীদের জন্য একটি ডাটাবেইজ তৈরি করতে মন্ত্রণালয়কে ব্যবস্থা গ্রহণ করার জন্য সুপারিশ করা হয় ।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জুয়েনা আজিজসহ মন্ত্রণালয়, অধিদপ্তর এবং বাংলাদেশ সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..