14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সব্জি বিক্রেতার পাশে দাঁড়ালো আনন্দলোক ফাউন্ডেশন

Link Copied!

স্বামী দুরারোগ্যব্যাধিতে ভুগছে, চিকিৎসা করাতে সর্বস্ব খুইয়ে সংসার চালাতে সব্জি বিক্রির পথ ধরেছে মোসাম্মত হালিমা বেগম। অর্থসহায়তা দিয়ে সব্জি বিক্রেতার পাশে দাঁড়ালো আনন্দলোক ফাউন্ডেশন।

আজ ২ ডিসেম্বর(শুক্রবার) সকালে রাজধানীর স্বামীবাগস্থ ইসকন মন্দিরের পাশে ফুটপাতের দোকানে তার হাতে দিলেন আনন্দলোক চেয়ারম্যান প্রমিথিয়াস চৌধুরী। অর্থ সহায়তা পেয়ে খুবই খুশি হয়েছেন সবজি বিক্রেতা মোসাম্মত হালিমা বেগম(৫৭)।

সবজি বিক্রেতা মোসাম্মত হালিমা বেগম জানান, আমার স্বামী মোহাম্মদ হারিস মিয়া(৬৫) কয়েক বছর ধরে দুরারোগ্য ক্যান্সার রোগে ভুগছে। চিকিৎসা করাতে জমি বাড়ী বিক্রি করেছি। তাই ঢাকায় কোনভাবে থাকি, স্বামী চিকিৎসা ও সংসার চালাতে সবজি বিক্রির পথ বেঁছে নিয়েছি। তার গ্রামের বাড়ী নোয়াখালীর সেনবাগ দক্ষিন নোলুয়া গ্রামে। দুই ছেলে বিবাহ করে নিজেদের পরিবার নিয়ে থাকে। আমাদের দিকে খেয়াল করে না।

উল্লেখ্য, ২০১৮ সাল থেকে প্রতিনিয়ত সেবা করে আসছে আনন্দলোক ফাউন্ডেশন। দারিদ্র ছেলেমেয়েদের কর্মসংস্থান দিতে  স্বামীবাগস্থ আনন্দলোক আইটি ইনস্টিটিউট, বিনামূল্যে স্বাস্থ্য সেবা দিতে কাপ্তান বাজার ও স্বামীবাগে আনন্দলোক যোগ ইনস্টিটিউট ও যৌগিক চিকিৎসা, অসহায় ও অনাথ ছেলেমেয়ে, বৃদ্ধদের আশ্রয় সহায়তা, করোনাকালীন রমজান মাসব্যাপী ইফতার বিতরণ, খাদ্য সহায়তা, চিকিৎসা সহায়তা প্রভৃতি সেবা দিচ্ছে আনন্দলোক ফাউন্ডেশন। এসব সেবা দিতে বরিশালে দক্ষিণ বঙ্গ শাঁখা ভবন নির্মাণাধীন রয়েছে। এজন্যই আনন্দলোকের ট্যাগ লাইন “আনন্দলোকে আনন্দে জীবন”।

http://www.anandalokfoundation.com/