আ: জলিল, শার্শা যশোর প্রতিনিধিঃ বাং
তিনি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।’ পিতা রাজ নারায়ণ দত্ত ছিলেন তৎকালীন সময়ে কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন সুখ্যাত আইন ব্যবসায়ী। মাতা জাহ্নবী দেবী ছিলেন তৎকালীন সময়ে কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন সুখ্যাত আইন ব্যবসায়ী।
মাতা জাহ্নবী দেবী ছিলেন, তৎকালীন যশোর জেলার অন্তর্গত কাঠিপাড়ার,বিখ্যাত জমিদার গৌরীচরণ ঘোষের কন্যা। শিশুকালে মধুসূদনের হাতেখড়ি হয়েছিল তাঁদের বাড়ির চন্ডী মন্ডপে। মধুসূদন দত্ত ২৯ শে জুন ১৮৭৩ সনে কলকাতা এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মধুমেলা উপলক্ষে কবির জন্মভূমির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ, জমিদার বাড়ির আম্রকানন, বুড়োকাঠ বাদাম গাছতলা, বিদায় ঘাটসহ মধুপল্লী হাতছানি দিয়ে ডাকছে মধু ভক্তদের। মধু ভক্ত লাখো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে মেলায়।