14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২২শে জানুয়ারি থেকে কেশাবপুরে সপ্তাহ ব্যাপি মধু মেলা

Brinda Chowdhury
January 8, 2020 8:49 am
Link Copied!

আ: জলিল, শার্শা যশোর প্রতিনিধিঃ বাংলা ভাষা ও সাহিত্যের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়িতে ২২ জানুয়ারি থেকে সপ্তাহ ব্যাপী মধু মেলা শুরু হবে। এ আয়োজনকে ঘিরে মধুভক্তদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।এদিকে মধু ভক্তদের আকর্ষণীয় করার জন্য মধুমেলায় বসেছে সার্কাস, জাদু প্রদর্শনী, মৃত্যুকূপ, নাগরদোলা, ইঞ্জিনচালিত ট্রেন ও বিভিন্ন ভ্যারাইটি স্টলসহ প্রায় সাড়ে ৫০০ ধরনের বিভিন্ন স্টল।

তিনি যশোর জেলার সাগরদাঁড়ি গ্রামে ১৮২৪ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন।’ পিতা রাজ নারায়ণ দত্ত ছিলেন তৎকালীন সময়ে কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন সুখ্যাত আইন ব্যবসায়ী। মাতা জাহ্নবী দেবী ছিলেন তৎকালীন সময়ে কলকাতার সদর দেওয়ানি আদালতের একজন সুখ্যাত আইন ব্যবসায়ী।

মাতা জাহ্নবী দেবী ছিলেন, তৎকালীন যশোর জেলার অন্তর্গত কাঠিপাড়ার,বিখ্যাত জমিদার গৌরীচরণ ঘোষের কন্যা। শিশুকালে মধুসূদনের হাতেখড়ি হয়েছিল তাঁদের বাড়ির চন্ডী মন্ডপে। মধুসূদন দত্ত ২৯ শে জুন ১৮৭৩ সনে কলকাতা এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মধুমেলা উপলক্ষে কবির জন্মভূমির স্মৃতিবিজড়িত কপোতাক্ষ নদ, জমিদার বাড়ির আম্রকানন, বুড়োকাঠ বাদাম গাছতলা, বিদায় ঘাটসহ মধুপল্লী হাতছানি দিয়ে ডাকছে মধু ভক্তদের। মধু ভক্ত লাখো মানুষের উপস্থিতিতে মুখরিত হবে মেলায়।

http://www.anandalokfoundation.com/