14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সন্ত্রাস দমনের লড়াইয়ে ভারতের পাশে থাকবে চীন

ডেস্ক
September 1, 2025 7:04 am
Link Copied!

ভারত ও চীন উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার। সন্ত্রাস দমনের লড়াইয়ে চীনের সমর্থন চেয়েছিল ভারত। এর উত্তরে ভারতকে এই বিষয়ে সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। ভারতের পাশে থাকবে চীন

রবিবার সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (SCO) সম্মেলনের ফাঁকে দুই দেশের রাষ্ট্রনেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে সন্ত্রাস দমনের লড়াইয়ে ভারতের পাশে থাকার সম্মতি দিয়েছে চীন।

সেই বৈঠকে দুই মোদী-জিনপিং সন্ত্রাস দমন, বাণিজ্য বৃদ্ধি এবং সীমান্তে শান্তি বজায় রাখার বিষয়ে আলোচনা করেছেন। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, নরেন্দ্র মোদী বৈঠকে সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরেছিলেন।

বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও চীন উভয় দেশই সন্ত্রাসবাদের শিকার। তাই এর বিরুদ্ধে লড়াইয়ের জন্য দুই দেশের একে অপরের পাশে থাকা জরুরি। এর উত্তরে চীনও ভারতকে এই বিষয়ে সমর্থন জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, ভারত ও আমেরিকার মধ্যে শুল্ক নিয়ে যে টানাপোড়েন চলছে, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। এই পরিস্থিতিতে চীনের সঙ্গে সম্পর্ক মজবুত করে অর্থনৈতিক চাপ কী ভাবে মোকাবিলা করা যায় ভারত সেই পথ খুঁজছে। বৈঠকে মোদী এবং জিনপিং উভয়েই সম্মত হয়েছেন যে, সন্ত্রাসবাদ দমনে এবং বহুদেশীয় বাণিজ্যের ক্ষেত্রে দু’টি দেশের একসঙ্গে কাজ করা প্রয়োজন। দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়ের ক্ষেত্রেও দুই দেশের ঐক্যবদ্ধ পদক্ষেপ প্রয়োজন।

SCO শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে মুখোমুখি হবেন। পহেলগামের সন্ত্রাসী হামলা এবং ‘অপারেশন সিঁদুর’-এর পরে দুই দেশের প্রধানমন্ত্রী এ বারই প্রথম সরাসরি দেখা করবেন।

চীনের মাটিতে পা রাখার পরেই তিয়ানজিনে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই বৈঠকের হাত ধরেই দুই দেশের সম্পর্কের অগ্রগতির পথ আরও প্রশস্ত হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।