আমেরিকায় প্যালেস্টাইনপন্থী ইজরায়েল বিরোধীদের গ্রেফতার শুরু। সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভুতিশীলদের খুঁজে বের করব, গ্রেফতার করব, বহিস্কার করব। বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আগেই ইজ়রায়েল-বিরোধী মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কথা মেনেই মাহমুদ খলিল নামে নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের এক ছাত্রকে গ্রেপ্তার করল মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের এজেন্টরা।
জানা গিয়েছে প্যালেস্তাইন-পন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন এই ছাত্র। ট্রুথ সোশ্যাল-এ করা একটি পোস্টে, প্রেসিডেন্ট ট্রাম্পও এই গ্রিন কার্ডধারী মার্কিন ছাত্রকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন। ট্রাম্প বলেছেন, ‘এটিই প্রথম গ্রেপ্তার, আরও অনেক হবে’।
খলিলকে ‘হামাসপন্থী উগ্র বিদেশি ছাত্র’ বলেছেন ট্রাম্প। তিনি কোনও প্রমাণ ছাড়াই দাবি করেছেন, কলেজ ক্যাম্পাসে খলিলের মতো আরও অনেক ‘সন্ত্রাসবাদ-পন্থী, ইহুদি-বিরোধী, আমেরিকা-বিরোধী কার্যকলাপে জড়িত’ ছাত্র রয়েছে। তাদের তিনি ‘বেতনভুক আন্দোলনকারী’ বলে কটাক্ষ করেছেন। তিনি আরও বলেছেন, ‘আমরা আমাদের দেশ থেকে এই সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতিশীলদের খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং বহিষ্কার করব।’
এর আগে এক বিবৃতিতে ‘স্টুডেন্ট ওয়ার্কার্স অফ কলাম্বিয়া লেবার ইউনিয়ন’ জানিয়েছিল, শনিবার সন্ধ্যায় তাঁর বিশ্ববিদ্যালয়ের বাসভবন থেকে খলিলকে গ্রেপ্তার করে মার্কিন হোমল্যান্ড সিকিওরিটি বিভাগের এজেন্টরা। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স’-এর ছাত্র তিনি। তাঁর স্ত্রী একজন মার্কিন নাগরিক এবং তিনি আট মাসের গর্ভবতী। মাহমুদ খলিল নিজেও গ্রিন কার্ডধারী অর্থাৎ, আমেরিকার স্থায়ী বাসিন্দা। নাগরিক অধিকার গোষ্ঠীগুলি তাঁর গ্রেপ্তারির তীব্র সমালোচনা করেছে।
শনিবার সংবাদ সংস্থা রয়টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে, ছাত্র বিক্ষোভকারীদের প্রতি ট্রাম্পের সমালোচনা সম্পর্কে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার জন্য তাঁকে নিশানা করছে ট্রাম্প সরকার বলে উদ্বেগ প্রকাশ করেছিলেন খলিল। এর পরই তাঁকে গ্রেপ্তার করা হয়।
রবিবার, মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন, ‘আমেরিকায় হামাস সমর্থক’দের ভিসা এবং গ্রিন কার্ড বাতিল করবে ট্রাম্প প্রশাসন। সোশ্যাল মিডিয়ায় হোমল্যান্ড সিকিওরিটি দাবি করেছে, ‘হামাস সম্পর্কিত কর্মকাণ্ড’ পরিচালনা করেছেন খলিল।
তবে হামাসকে তিনি বস্তুগত সহায়তা দিয়েছেন বা তাঁর বিরুদ্ধে অন্য কোনও অপরাধের অভিযোগ রয়েছে বলে জানায়নি কেউ। মার্কিন আইন অনুযায়ী, যেসব গোষ্ঠীকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে আমেরিকা, তাদের ‘বস্তুগত সহায়তা বা সম্পদ’ প্রদান করলে তবেই তাদের গ্রেপ্তার করা যায়, তাদের সঙ্গে সম্পর্কিত কর্মকাণ্ডে যুক্ত থাকলে তাদের গ্রেপ্তার করা যাবে এমন কথা বলা নেই। তা হলে কীসের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হলো? উত্তর মেলেনি।
২০২৩ সালের অক্টোবরে ইজ়রায়েলে হামাসের হামলা এবং পরবর্তী সময়ে গাজ়়া ভূখণ্ডে আমেরিকার সমর্থনে ইজ়রায়েলের গণহত্যার ফলে, গত কয়েক মাস ধরে আমেরিকায়, বিশেষ করে কলেজ ক্যাম্পাসগুলিতে আলোড়ন তুলেছে প্যালিস্তাইন-পন্থী এবং ইজ়রায়েল-বিরোধী বিক্ষোভ।