দেশবরেণ্য সংগীত শিল্পী ফরিদা পারভীনের মৃত্যুতে সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। উপদেষ্টা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, লালন সংগীতসহ বাংলা লোকসংগীতকে বিশ্বমঞ্চে পরিচিত করতে ফরিদা পারভীনের অবদান অপরিসীম। তিনি বাঙালি সংস্কৃতির গৌরব বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অনন্য গুণী শিল্পীকে হারালো।