বাংলা কবিতার জগতে এক স্বতন্ত্র কণ্ঠস্বর ছিলেন শ্লোগানের কবি নাজমুল হক নজীর। চিরায়ত বাংলার প্রকৃতি, ঋতুবৈচিত্র্য, প্রেম ও প্রতিবাদ -সবকিছুকে তিনি কবিতার ছন্দে বুনেছেন। আজ ২৫ সেপ্টেম্বর তাঁর ৭১তম জন্মদিন।
১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা বজলার রহমান মোল্লা এবং মাতা আছিরণ নেছা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শিল্পপ্রাণ এবং সাহিত্যচর্চায় অনুরাগী।
স্বাধীনতা সংগ্রামের সময় কিশোর বয়সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাজমুল হক নজীর। মুক্তিযোদ্ধা হয়েও তিনি কোনোদিন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করেননি। সময় সচেতন কবি হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।
সংবাদপত্রের সঙ্গেও ছিল তাঁর গভীর সম্পৃক্ততা। বিভিন্ন জাতীয় দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ সময়। পাক্ষিক “নজীর বাংলা”-র প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দেশ-বিদেশের লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন কবিতা। তাঁর প্রথম কবিতা ছিল “হাওয়া থেকে পাওয়া”, আর প্রথম কাব্যগ্রন্থের নাম “স্বৈরিণী স্বদেশ”।
অপ্রকাশিত কবিতার কয়েকটি পঙক্তি-
কাশবন ফুলে ফুলে সাদা হয়
মেঘগুলো পাল তুলে ভেসে রয়
রোদ বৃষ্টির খেলা।
এই পঙক্তিতেই ধরা পড়ে প্রকৃতির মায়া, শরতের সৌন্দর্য আর কবির স্বপ্নময় কল্পনা।
২০১৫ সালের ২৩ নভেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন কবি নাজমুল হক নজীর।
পুরস্কার ও সম্মাননা: তাঁর জীবদ্দশায় ও পরে অনেক সাহিত্য-সম্মাননা পেয়েছেন, যেমন – রাহিলা সাহিত্য পুরস্কার (ভারত থেকে) ,কবি শামসুর রহমান স্মৃতি পুরস্কার,কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার ,কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক ,শ্রী হরিদর্শন পুরস্কার ,আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার ,গীতিকার ক্লাব সম্মাননা ,এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা ,মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক ,মির্জা আবুল হোসেন পদক , পাঠক আন্দোলন বাংলাদেশ সাহিত্য পুরস্কার ।
আজ কবির জন্মদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে সাহিত্যপ্রেমী বাংলাদেশ।