× Banner
সর্বশেষ
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আজ   বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি বিদেশি মদ ও কসমেটিক্স সমগ্রী আটক বাংলাদেশ – চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নড়াইলের ধোপাখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যু্বক নিহত খুলনার পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৩ চিংড়ী ব্যবসায়ী কে জরিমানা এবং পুশকৃত চিংড়ী জব্দ করা হয়েছে।  বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। ন্যায্য রূপান্তরের জন্য শ্রমিকের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি নিশ্চিত করা অপরিহার্য। জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য পূজার ছুটিতে চলবে ৪ জোড়া বিশেষ ট্রেন পর্যটন খাতে উন্নয়োন ও সেবা সহজীকরণ নিশ্চিতে মন্ত্রণালয়ের বহুমুখী উদ্যোগ

ফরিদপুর প্রতিনিধি

শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আজ  

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আজ  

বাংলা কবিতার জগতে এক স্বতন্ত্র কণ্ঠস্বর ছিলেন শ্লোগানের কবি নাজমুল হক নজীর। চিরায়ত বাংলার প্রকৃতি, ঋতুবৈচিত্র্য, প্রেম ও প্রতিবাদ -সবকিছুকে তিনি কবিতার ছন্দে বুনেছেন। আজ ২৫ সেপ্টেম্বর তাঁর ৭১তম জন্মদিন।

১৯৫৫ সালের ২৫ সেপ্টেম্বর ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার শিয়ালদী গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা বজলার রহমান মোল্লা এবং মাতা আছিরণ নেছা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শিল্পপ্রাণ এবং সাহিত্যচর্চায় অনুরাগী।

স্বাধীনতা সংগ্রামের সময় কিশোর বয়সেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন নাজমুল হক নজীর। মুক্তিযোদ্ধা হয়েও তিনি কোনোদিন রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা গ্রহণ করেননি। সময় সচেতন কবি হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।

সংবাদপত্রের সঙ্গেও ছিল তাঁর গভীর সম্পৃক্ততা। বিভিন্ন জাতীয় দৈনিকের সঙ্গে যুক্ত ছিলেন দীর্ঘ সময়। পাক্ষিক “নজীর বাংলা”-র প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দেশ-বিদেশের লিটল ম্যাগাজিনে নিয়মিত লিখেছেন কবিতা। তাঁর প্রথম কবিতা ছিল “হাওয়া থেকে পাওয়া”, আর প্রথম কাব্যগ্রন্থের নাম “স্বৈরিণী স্বদেশ”।

অপ্রকাশিত কবিতার কয়েকটি পঙক্তি-

কাশবন ফুলে ফুলে সাদা হয়
মেঘগুলো পাল তুলে ভেসে রয়
রোদ বৃষ্টির খেলা।

এই পঙক্তিতেই ধরা পড়ে প্রকৃতির মায়া, শরতের সৌন্দর্য আর কবির স্বপ্নময় কল্পনা।

২০১৫ সালের ২৩ নভেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হন কবি নাজমুল হক নজীর।

পুরস্কার ও সম্মাননা: তাঁর জীবদ্দশায় ও পরে অনেক সাহিত্য-সম্মাননা পেয়েছেন, যেমন – রাহিলা সাহিত্য পুরস্কার (ভারত থেকে) ,কবি শামসুর রহমান স্মৃতি পুরস্কার,কবি খান মুহাম্মদ মঈনুদ্দীন সাহিত্য পুরস্কার ,কবি গোবিন্দ চন্দ্র দাস স্মৃতি পদক ,শ্রী হরিদর্শন পুরস্কার ,আমীর প্রকাশন সাহিত্য পুরস্কার ,গীতিকার ক্লাব সম্মাননা ,এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সম্মাননা ,মেরিট অব ডিএক্স পুরস্কার, নির্ণয় কবি বাবু ফরিদী স্মৃতি পদক ,মির্জা আবুল হোসেন পদক , পাঠক আন্দোলন বাংলাদেশ সাহিত্য পুরস্কার ।

আজ কবির জন্মদিনে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছে সাহিত্যপ্রেমী বাংলাদেশ।


এ ক্যটাগরির আরো খবর..