আজারবাইজানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার ও সুবিধা নিশ্চিত করতে কারিগরি সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। পাশাপাশি ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের তাগিদ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
গতকাল আজারবাইজানের রাজধানী বাকুতে আজারবাইজানের শ্রম ও সামাজিক সুরক্ষা মন্ত্রী আনার আলিয়েভের সাথে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠ্কে তিনি এসব কথা বলেন।
এ বৈঠকে বাংলাদেশি শ্রমিকদের জীবনমান উন্নয়ন, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ভিসা প্রক্রিয়া ও অন্যান্য সুযোগ-সুবিধা বিষয়ে আলোচনা হয়।
শ্রম উপদেষ্টা আজারবাইজানের মন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে আরো দক্ষ শ্রমিক নেওয়ার জন্য অনুরোধ করেন। এছাড়া, শ্রম খাতে কারিগরি সহযোগিতা বাড়ানোর এবং বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান উপদেষ্টা। তিনি মন্ত্রী আনার আলিয়েভকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
আজারবাইজানের মন্ত্রী দুই দেশের মধ্যে শ্রম এবং বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা এগিয়ে নেয়ার লক্ষ্যে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাব করেন যেখানে দুই দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা থাকতে পারে। এছাড়া, তিনি ওআইসি লেবার স্টেটিউট স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশকে দ্রুত অনুস্বাক্ষর করার অনুরোধ করেন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
এ বৈঠকে দুই দেশের মধ্যে বৈদেশিক কর্মসংস্থান ও বিনিয়োগ বৃদ্ধিসহ দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পথে একটি মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।