× Banner
সর্বশেষ
নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ সুন্দর বাসযোগ্য ভূমি রেখে যেতে নিজের অন্তরকে পরিষ্কার করার আহ্বান আহ্বান স্বাস্থ্য উপদেষ্টার রাজনৈতিক সংস্কৃতি পুনরুদ্ধারে নিয়ামক হিসেবে কাজ করবে গণভোট -ধর্ম উপদেষ্টা   জনগণকে শান্তিপূর্ণ ও সুন্দর নির্বাচন উপহার দেওয়ার আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার নাসা গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধের সিদ্ধান্ত ২০২৫ সালে সংখ্যালঘুদের উপর ৬৪৫টি ঘটনাই উদ্বেগজনক বেনাপোল বন্দরে আমদানি-রফতানি ৩৪৪ ট্রাক, পাসপোর্টধারী যাতায়াত ১৬৫৬ জন

কাজ করুক না করুক শ্রমিককে বেতন দিতেই হবে -বিজিএমইএ সভাপতি

Kishori
হালনাগাদ: শনিবার, ৪ এপ্রিল, ২০২০
শ্রমিককে বেতন দিতেই হবে

মহামারী করোনা সংক্রমণের ভয়াবহতার প্রভাব শিল্পখাতে যেভাবেই পড়ুক না কেন শ্রমিকরা বেতন পাবেন সময় মতো। শ্রমিকের বেঁচে থাকাটা আমার জন্য জরুরি। মার্চের বেতন দিতেই হবে, আগামী তিন মাস কাজ করুক না করুক বেতন দিতেই হবে। বলেছেন বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক।

করোনা আতঙ্ককালীন সময়ে এ আশ্বাস শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর। আর সঙ্কটকালীন কারখানা চালু রাখা ও বেতন-ভাতা পরিশোধে শ্রমিক-মালিক পরস্পরকে সহযোগিতা করবে এ প্রত্যাশা শ্রমিক নেতাদের।

বিজিএমইএর তথ্য, শ্রমিক-কর্মকর্তাদের বেতন বাবদ প্রতি মাসে ৪ হাজার কোটি টাকার বেশি পরিশোধ করতে হয় মালিকদের।

টিম গ্রুপের পরিচালক আব্দুল্লাহ হিল রাকিব বলেন, মার্চের বেতন দিতেই হবে।  বলেন, দিতেই হবে, আগামী  এটি সম্পূর্ণ নির্ভর করছে বাণিজ্যিক ব্যাংকগুলো আমাদের সঙ্গে কেমন ব্যবহার করছে তার ওপর।

পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করায় কাজে এসে ফিরে যাচ্ছেন শ্রমিকরা। তবে জানানো হয়েছে নির্ধারিত সময়েই দেয়া হবে তাদের বেতন-ভাতা। একজন কর্মী বলেন, বলছে যে খুললে উনারা বেতন দিয়ে দেবে।

জুলি-জান্নাতের মতো যাদের কারখানা বন্ধ হয়েছে আগেই, তাদেরও প্রত্যাশা প্রতি মাসের মতোই বেতন পাবেন এবারও। না পেলে স্বল্প আয়ের সংসারে ঘরভাড়াসহ নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খেতে হবে তাদের।

শ্রমিকদের পাওনা পরিশোধে যেন কোনো জটিলতা তৈরি না হয় তা নিশ্চিত করার দাবি শ্রমিক নেতাদের। সেই সঙ্গে সঙ্কট মোকাবিলায় মালিক-শ্রমিক মিলেমিশে পদক্ষেপ নেবে এ প্রত্যাশা তাদের।

পোশাক শিল্প শ্রমিক ফেডারেশন সভাপতি মো তৌহিদুর রহমান বলেন, আমরা শুধু মালিকদের আন্তরিকতাটা চাই। আসুন না আমরা এ বৈশ্বিক সঙ্কট মিলেমিশে পার করি।

বিজিএমইএর পরিসংখ্যান, করোনার কারণে এরই মধ্যে বাতিল ও স্থগিত হয়েছে ৩০০ কোটি ডলারের কার্যাদেশ। যার নেতিবাচক প্রভাব পড়বে ২৩ লাখ শ্রমিকের ওপর। এ অঙ্ক বড় হচ্ছে প্রতিদিনই। সংগঠনটি বলছে, রপ্তানি খাতে সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিল হাতে পেতে বিলম্ব হলেও শ্রমিকরা বেতন পাবেন সময় মতো।


এ ক্যটাগরির আরো খবর..