শ্রমিক
লেখক: মোঃ ফরিদুল ইসলাম
বিজ্ঞান মতে পৃথিবীতে মানুষের অস্তিত্ব পাওয়া য়ায় প্রায় পঞ্চাশ হাজার খ্রিষ্ট পূর্বাব্দে। তারপর মিশর ও মসেপটেমিয়া সভ্যতা শুরু হয় প্রায় ৬ হাজার বছর আগে। আর ভারতীয় সভ্যতা শুরু হয় ৫ হাজার বছর আগে। পাথর যুগে আগুন আবিস্কার করে মানুষ। আগুনের ব্যবহার শুরু। লোহা আবিস্কার, লোহাকে গলিয়ে চাকা ও গাড়ী তৈরী হয় । আসে ব্রোঞ্চ যুগ,ধাতু ও তামার ব্যবহার। বিভিন্ন ধরনের ব্যবহারিক আসবাব পত্র ও ধাতব মুদ্রা তৈরী হয়। গ্রিক সভ্যতায় জ্যামিতি, চিকিৎসা। মিসরীয় সভ্যতায়-কৃষি কাজ পিরামিড ও লিখন পদ্বতি আসে । অ্যাসেরীয় সভ্যতায় হাতিয়ার তৈরি। ক্যালডিয় সভ্যতায় ঝুলন্ত উদ্যান। সিন্ধ সভ্যতায় বাটখারা ব্যবহার শুরু হয় । এবং অন্যান্য সভ্যতায় মানুষ ও পশুপাখি সহ প্রকৃতির কল্যানে যা কিছু আবিস্কার উৎপাদন ও তৈরি তা শ্রমিকের অবদান । ফিনিশীয় সভ্যতায় জলপথে ব্যবসা বানিজ্য ও যোগাযেগের জন্য নৌকা তৈরী করে শ্রমিক। তারপর সমরাজ্য যুগে স¤্রাট শাহজাহান আমলে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি আগ্রার তাজমহল। শাজাহানের প্রেয়সী মমতাজের সঙ্গে অভিষার করার জন্য তাজমহল নির্মান করেছিল। নির্মাণ সময় লাগে প্রায় ২২ বছর। আর ২০ হাজার শ্রমিক তাজমহল নির্মান করে। খরচ বর্তমান মূল্যমান ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্ত দেখার বিষয় এই মুদ্রা শাজাহানের উপার্জিত নাকি কৃষক শ্রমিকের কর বা (ট্যাক্র) দেওয়া মুদ্রা ? স¤্রাট আকবরের আমলে অমৃতসর স্বর্ণমন্দির নির্মাণ।
আসা যাক সুলতান আমলে , সুলতান সিকান্দার শাহর আমলে দিনাজপুর সুফি মোল্ল্যা আতর দরগাহ মসজিদ ও পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয়। চীনের ৪০০০ মাইল দৈর্ঘ্য মহাপ্রাচীর প্রায় ৯ বছর ধরে শ্রমিক নির্মান করে । প্যারিসের আইফেল টাওয়ার, আমেরিকার স্ট্যাচু অব লিবাটি ,হংকং এ স্ট্যাচু অব ডেমোক্রেসি. রোমের ভূগভস্থ সমাধি ও মায়ানমারের স্বর্ণপ্যাগোডা এবং কম্বডিয়ার অংকর ভাট মন্দির সহ এমন অসংখ্য স্থাপত্য শ্রমিকের হাতে গড়া ।এখন যুগ আধনিক। জ্ঞানে -গুনে সততা ন্যায়পরায়নতা, সমন্বয়, সাম্যতা , শিক্ষা ,বিজ্ঞান, আইন ,ধর্ম, জ¦ালানী, চিকিৎসা, প্রযুক্তি, উড়োজাহাজ ,পরিবহন , খাদ্য, সহ অনেক কিছু নিয়ে মানুষ একটি পরিপূর্ন আধুনিক পৃথিবীতে বাস করে। যার অংশিদার শ্রমিক। শ্রমিক অর্থ শ্রমজিবী মানুষ। যে শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করে জীবিকা নির্বাহ করে। শ্রষ্টা প্রদও প্রকৃতি হতে অসংখ্য ভিটামিন যুক্ত খাদ্য খেয়ে শক্তি সঞ্চয় করে । আবার সেই শক্তি বা শ্রম বিক্রয় করে পয়সা উপার্জন করে ধারাবাহিক ভাবে বেচে থাকে । সাধারন ভাবে আমরা তাকেই শ্রমিক বলি। মানুষ তার জ্ঞান বুদ্ধি মোতাবেক শ্রম বিক্রি করে। শ্রমিক বিভিন্ন শ্রেনীর হয়। যেমন কৃষি শ্রমিক .নির্মাণ শ্রমিক. পোষাক শ্রমিক , লোহ শ্রমিক ,মটর শ্রমিক , চর্ম শ্রমিক নরসুন্দর. কুমড় .ও কাগজ শ্রমিক সহ অসংখ্য শ্রমিক পৃথিবীতে বাস করে । আমাদের দেশে বেসরকারী শ্রমিক সংখ্যা প্রায় ৫ কোটি ৮০ লাখ ।এর মধ্যে পুরুষ ৪ কোটি ১২ লাখ , ও মহিলা ১ কোটি ৬৮ লাখ। এদের আবার ৪ ভাগে ভাগ করা হয়েছে। যেমন (১) পারিবারিক শ্রম (২) স্বকর্মশ্রম (৩) দিন মজুরশ্রম ও নিয়মিত নিয়োগকৃত শ্রমিক। এদের মধ্যে দিন মজুর প্রায় ২২% নিয়োজিত।
একটু ইতিহাসের দিকে দৃষ্টি দেই। বিজ্ঞানিদের মতে প্রায় ৫০ হাজার বছর আগে প্রায় মেট জাতীয় এক প্রকার জীব হতে মানুষের সৃষ্টি। বিখ্যাত বিজ্ঞানী ডারউইন মতবাদে বানর হতে মানুষের বিবর্তন ঘটে। বিভিন্ন জনের মত বিভিন্ন প্রকার। কিন্তু আমি বিশ্বাস করি আদি পিতা আদম আ: ও আদি মাতা হাওয়া হতে মানুষের সৃষ্টি। তাছাড়া মানব সৃষ্টির রহস্য একমাত্র সৃষ্টিকর্তা জানেন। আমরা জানি আদিম যুগের মানুষ মাটির গোহায় বাস করতো। বেচে থাকার তাগিদে ফল মূূূল ও পশু পাখি শিকার করে কাচা খেয়ে জীবন বাচাত। ইশারায় মত লেনদেন করতো । আস্তে আস্তে তাদের বুদ্ধির বিকাশ ঘটতে থাকে। হঠাৎ দাবানল অথবা পাথর ঘর্ষনের মাধ্যমে আগুন আবিষ্কার করে। কিন্তু আগুন দেখে কেও কেও চুমকে ওঠে। আবার অনেকে অকল্যান ভেবে আগুনে আঘাত করে । পরবর্তিতে আগুনের কল্যান বুঝতে পায়। প্রয়োজনের জননী বিজ্ঞান। তাই বিভিন্ন কাজে ও খাদ্যে আগুন ব্যবহার শুরু করে।যেমন পশু পাখি পুড়িয়ে খাওয়া । হিং¯্র জীব জানোয়ারের আক্রমন থেকে নিজেদের রক্ষা করা। কাঠ পুড়িয়ে পশু শিকারের অস্ত্র তৈরী করা ইত্যাদি। পরবর্তিতে মিশরের নীল নদের অববাহিকায় পলি মাটিতে বিভিন্ন প্রকার খাদ্য উপযুক্ত ফসলের সন্ধান পায় । ঝুকে পরে কৃষি কাজে । প্রয়োজনের তাগিদে লাঙ্গল গাড়ী ও পশূ পাখির বশ মানাতে শুরু করে। পরে হিং¯্র পশুর আক্রমন থেকে বাঁচার জন্য দল তৈরি করে । এদের মধ্যে একজনকে সর্দার করে তার হাতে নেত্রীত্ব দিয়ে নিজেদের দলবদ্ধ করে আর্তরক্ষা করে। আর আস্তে আস্তে সমাজ বদ্ধ হয়। আর সেই থেকে মানুষের মধ্যে অলিখিত ভাবে গণতন্ত্র শুরু । কিন্ত পরবর্তিতে গ্রীস হতে লিখিত গণতন্ত্রের শুরু হয়। তাছাড়া গনতন্ত্রের সূতিকাঘর গ্রৗস । পরবর্তিতে বৃটিশ হতে সারা পৃথিবীতে গনতন্ত্রের বিস্তার ঘটে। সমাজের প্রয়োজনে শ্রমিক তৈরি হয়। বিভিন্ন খাদ্য ও ব্যবহারিক জিনিস পাএ বিনিময় শুরু হয়। শ্রমিকের শ্রেনী বাড়তে থাকে। আর সেই থেকে শ্রম শিল্প শুরু। মানুষের জ্ঞান কোষ ও জীবন মান বাড়তে থাকে ।
শ্রমিক কঠোর পরিশ্রম করে ,দেহের ক্যালরী বা শক্তি কনা ক্ষয় করে, প্রকৃতির সাথে সংগ্রাম করে মানব জাতীকে শক্ত এক অবস্থানে দাড় করায়। পৌরানিক যুগে আবির্ভাব হয় জিউস, এথেনা ও হেলেনার মতো দেব-দেবীর। সে যুগে ইউরোপের শ্রমিক । দেব দেবীর মতাদর্শার উপর জীবন যাপন করতো । আর সেই যুগের অনেক স্থাপত্য এখনও গ্রীস ইতালী সুইজারল্যান্ড সহ অনেক দেশে মাথা উচু করে দাড়িয়ে আছে। এই ইতিহাস এখন ধরে রাখার মূল অবদান শ্রমিকের । পৃথিবীতে বহু দার্শনিক, কবি, সাহিত্যিক, প্রবন্ধকার, সাংবাদিক, ও বিভিন্ন ধর্ম প্রবর্তক কায়ীক শ্রমিক ছিলেন । তারা জানতো কায়ীক শ্রম কতো কোঠিন। আর শ্রম মজুরী বঞিত হওয়া কতো দুঃখের । তাইতারা শ্রমিক মুক্তির জন্য যুগে যুগে সংগ্রাম করেছেন । হযরত মহাম্মাদ (সঃ) শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে ন্যায্য মজুরী দিতে বলেছেন । মুছা (আঃ) ক্রীতদাস মুক্তির জন্য ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেছেন । শ্রমিকের ন্যায্য মজুরী দাবি করায় ত্যকালীন সময়ের রাজা, দার্শনিক সক্রেটিসকে হ্যামলক পাতার রস (বিষ) পানে মৃত্যু দন্ড দেয় । ক্রীতদাস মুক্তির জন্য লাখ লাখ কলম সৈনিক প্রতিবাদ করেছে। পরবর্তী ১৮৬৩ সালে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ক্রীত”দাস প্রথা বিলুপ্ত করে। পরে নতুন করে শ্রমিক আইন প্রণয়ণ হয়। কর্ম দিবস আট ঘন্টা সামজ্ঞস্য বেতন । কিšুÍ কে কার আইন মানে।এখনও তৃতীয় বিশ্বে অনেকের কানে পৌছায়নি শ্রম আইন। শ্রম শোষন চলছে। এখন নজর দেই ,আমার দেশে । ১৯৭১ সালে জাতীর পিতা বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামে প্রথম ডেকেছিলেন কৃষক শ্রমিক কে। বলেছিলেন তোমরা আমার ভাই তোমাদের যার যা আছে তাই নিয়ে পাকিস্তানী হানাদারদের বিরুদ্বে নেমে পর। গাড়ী চলবেনা। লঞ্চ চলবেনা। কারখানা বন্ধ থাকবে ।ওদের ভাতে মারবো। কাপুড়ে মারবো ,তবে এদেশ স্বাধীন করে ছারবো। বঙ্গবন্ধু শ্রমিকের প্রকৃত সংগ্রামী ও দেশ প্রেমিক হিসাবে দেখেছেন। তাছাড়া এদেশের শ্রমিক অধিকারের জন্য যুদ্ধ করেছেন। অর্থনীতি মুক্তির প্রকৃত যোদ্ধা শ্রমিক।স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন। স্বাধীনতার অতন্দ্র প্রহরী কৃষক শ্রমিক। ১৯৫২ ভাষা আন্দলনের শহীদ মিনার ১৯৭১ সালের স্বাধীনতা স্মৃতি ও বঙ্গবন্ধু, রফিক, জব্বার সহ এদেশের বহু নেতার স্ট্যাচ্যু নির্মান করে শ্রমিক।
এদেশের অর্থনীতি মুক্তি যোদ্ধা শ্রমিক। শ্রমের বিনিময়ে উৎপাদন করে । আবার সেই পন্যক্রয় করে সরকারের ট্যাক্স বা কর দিয়ে শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র যোগাযোগ প্রযুক্তি সহ বিভিন্ন খাত উন্নয়ন করেছে শ্রমিক ।আর ব্যবসায়ীরা বিভিন্ন প্রকার পদার্থ আমদানি করে শ্রমিক দিয়ে পণ্য উৎপাদন করে সিংহ ভাগ লভ্যাংশ রেখে সরকারের ট্যাক্স দেয় । আর এই রাজস্ব নিয়ে অতি ক্ষুদ্র একটা শ্রেনী দূর্নিতী করে। বিষয়টা এমন যে, কষ্ট করে হাঁস আর ডিম খায় চকিদার । স্বাধীনতা পরবর্তি সময় পাঁচ দশক ধরে প্রায় ৫ লক্ষ শ্রমিক । বৃদ্ধ মা বাবা সহ ছেলে মেয়েকে সেবাও স্নেহমমতা হতে বঞ্চিত করে। এবং স্ত্রীর জৈবিক চাহিদা উপেক্ষা করে শ্রম বিক্রির জন্য জীবন ঝুকি নিয়ে বিদেশ পাড়ি দিয়ে পরিবারের খাদ্য যোগান সহ সরকারের ট্যাক্র দিচ্ছে। এদেশে অনেক শ্রমিক সারাদিন শ্রম দিয়ে তার সন্তানের পুষ্টি চাহিদা পূরন করতে পারছেনা। সংসারে নূন আনতে পান্তা ফুরানর মতো। কারন দেশে যে পরিমান মুদ্রাম্ফতি ঘটেছে (মুদ্রাপ্রবাহ বেশি জাতীয় উৎপাদন হ্রাস) তাতে খাদ্য সহ অন্যান্য পণ্য দিনমজুরী শ্রমিকের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে । অথচ অদৃশ্য হাজার মরুভূমি সমান ধুলি কনার মতোশক্তি কনা বা ক্যালোরীক্ষয় করে।বর্তমান এই দেশ গড়েছে শ্রমিক। যার পরিপেক্ষিতে মানুষের ভিতরগত বা বহিরাগত ও পরিবেশের অনেকটা উন্নতি ঘটছে। তবে অল্প কিছু সংখ্যক মানুষের উন্নয়ন ঘটেনি সু জ্ঞানের। তাই শ্রমিক সমাজ আজ নির্যাতিত ও বঞ্চিত। কারন একই প্রতিষ্ঠানে একজন শ্রমিক বেতন পায় একলক্ষ টাকা পাশাপাশি অন্য একজন পায় মাত্র দশ হাজার টাকা। তাহলে প্রথম জনের মাথা ও হাত কি দশটা? হতে পারে প্রথম জন একটু দক্ষ বেশী বা দুই ক্লাস বেশী পড়েছে।তাই বলে এত বৈসম্যতা? এখন সম শিক্ষা প্রসঙ্গে আসি।মাস্টারস পাশ একজন শ্রমিক বেতন পায় দেড় লাখ টাকা একই কারখানায় অন্য একজন মাস্টারস পাশ শ্রমিক বেতন পায় মাএ ৩০ হাজার টাকা । কিন্তু প্রথম শ্রমিকের চেয়ে দ্বিতীয় শ্রমিকের পরিশ্রম ও দক্ষতা বেশী ।
ধরা যাক দুইজনের পরিবারে সদস্য সংখ্যা সমান তাহলে ২০ বছর পর দ্বিতীয় শ্রমিক কোথায় দাড়াবে ? এ সমস্যা কে দেখবে? এখন দেখি সরকারী ও বেসরকারী দুইজন তৃতীয় শ্রেনী কর্মীর বিষয় । প্রথম কর্মীর বেতন ২০ হাজার টাকা ৮ ঘন্টা ডিউটি। পরবর্তিতে ইনক্রিমেন্ট সাথে অবসর ভাতা। লামসাম আরও অনেক কিছু সহ প্রায় ৩০ হাজার টাকা মাসে। সমান যোগ্যতা সম্পন্ন ননগভ্মেন্ট একজন কর্মী অস্থায়ী অবসর ভাতা ও লামসাম ছাড়া ১০-১২ ঘন্টা ডিউটি সত্ত্বে ১২ হাজার টাকা বেতনে নিয়োগ পেল। দুইজনের পরিবারে ধরলাম সমান সদস্য । এখন মাস শেষে দুইজন বাজারে যেয়ে বাজার করে প্রথম জন ভবিষ্যতের জন্য পকেটে সঞ্চয় নিয়ে ফিরল। আর দ্বিতীয় জন দেনা হয়ে বাড়ী এলো। পরবর্তিতে দ্বিতীয় জন কিছু দিন পর বিনা কারনে চাকরী হারাল। লোন নিল পরিশোধ করতে পারলনা । মাথা গোজার ভিটা বাড়ী বেচে লোন পরিশোধ করল । ভূমিহীন হয়ে গেল । আর সরকারী কর্মী অবসর ভাতা ও সঞ্চয় করা টাকার একটা অংশ দিয়ে বেসরকারী কর্মীর ভিটে কিনে নিল। এদেশে এমন অনেক উদাহরন আছে। যে, শ্রমিক আদি হতে আধুনিক যুগ পর্যন্ত এক সূর্য সমান রোদে পুড়ে শত সাগর সমন্তু বৃষ্টিতে ভিজে দেশ কল্যানের দিকে এনেছে । তাদের মধ্যে যতো দিন মজুরী বৈষম্যতাদূর না হবে ততো দিন দেশের সিংহ ভাগ মানুষ দারিদ্র সীমার নিচে বাস করবে। হিংসা, অহংকার বৃদ্ধি পাবে । তাই জাতিকে স্বাধীনতার ফসল সমভাবে ভোগ করার জন্য বেতন বৈষম্য দূর করে দেশে নতুন মজুরী আইন প্রনয়ন করা উচিৎ । যেখানে শ্রমিক প্রকৃত মজুরী থেকে বঞ্চিত। সেখানে বেশির ভাগ মানুষ ,পশু পাখিও গাছ পালা বিভিন্ন ভাইরাস ব্যাকটেরিয়া ও ভিটামিন অভাব জনিত রোগে ভোগে। অথচ এদের থেকেই কর বা ট্যাক্র সংযোজন শুরু হয়। জাতীর পিতা বঙ্গবন্ধু বলেছেন, জনগন এদেশের মুনিব । আর সরকারী কর্মচারী তাদের সেবক । আজ সেবক হয়েছে মুনিব আর মুনিব হয়েছে সেবক । এদেশের শিল্পপতিরা শ্রমিককে হাতের মোয়া বানিয়েছে ।
বর্তমান প্রাচ্যের দেশ গুলোতে দুই ঘন্টা শ্রমের মজুরী হিসাব করে পরিশোধ করছে। অথচ আমাদের দেশে মাসের পর মাস শ্রমিক শ্রম মজুরী থেকে বঞ্চিত হচ্ছে। তাই জি .ডি.পি বা মাথা পিছু আয় বৃদ্বির জন্য এই সমস্যা গুলো দূর করা অতি জরুরী। শ্রমিক যেন শকের কড়াত। শ্রম থেকে কর দেয় আবার পণ্য ক্রয়ে করেও দেয় । এরা জীবনের যে ঝুকি নিয়ে কাজ করে। তা প্রকৃত আলোর চোখ দিয়ে না দেখলে বোঝা যাবেনা। তাই খুব ভারি, মাঝারী, ও অল্পভারী কাজ অভিজ্ঞতা শিক্ষার মান ও মেধা ভাগ করে মজুরি নির্ধারন করলে ভালো হয় । বিশেষ করে শ্রমিক দেশের মূল শক্তি । তাই দেশকে আরও উন্নতির শেখড়ে নিতে হলে বেসরকারী শ্রমিকের অবসর ভাতা ব্যবস্থা করতে হবে । ¯্রষ্টা প্রদও সমস্ত খাদ্য উৎপাদন করছে শ্রমিক । যে খাদ্য জীব দেহ বাচিয়ে রাখে। জীব দেহের কার্বহাইড্রেট ,ফাইবার ,আমিষ ,চর্বি ,ক্যালসিয়াম ,আয়রন সহ বিভিন্ন ভিটামিনের যোগান দিচ্ছে । প্রকৃতির বিজ্ঞানী কৃষক শ্রমিক । কিন্তু তাদের উৎপদিত ফসলের প্রকৃত মূল্য হতে বঞ্চিত । সার ,ঔষুধ ,বীজ, যান্ত্রীক যন্ত্রপাতিতে আরও ভতূর্কি দিলে অন্তত কৃষক একটু সস্তির নিঃষাস ছাড়তে পারত । মানুষের অতি প্রয়োজনীয় খনিজ পদার্থ। তেল, গ্যাস, কয়লা, চিনেমাটি, চুনা পাথর সহ অনেক মূলবান পদার্থ মাটি, পাহাড় ও সাগরের বুক খনন করে জীবনের ঝুকি নিয়ে শ্রমিক উত্তোলন করছে । এদের প্রতি নূন্যতম সম্মান প্রদর্শন করা আমাদের দায়ীত¦। আজকের মহাজন মালিক সওদাগর শিল্পপতি নামকরন হয়েছে কোটি কোটি শ্রমিকের শ্রম হতে । অনেক শিল্প শ্রমিক নিয়ে শিল্পপতি। শিল্পপতির অর্থ সম্পদের উৎপত্তি শ্রমিকের শ্রম থেকে।
এদেশে স্বাধীনতা পরবর্তি সময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান বলেছেন যে, আমার দেশের কৃষক দূর্নীতি বাজ না। শ্রমিক দূর্নীতিবাজ না। তাদের মূল্যায়ন করতে হবে। দূর্নীতিবাজ হচ্ছে শিক্ষিত সমাজ ও কিছু সরকারি কর্মচারী। তাদের বিচারের কাঠ গড়ায় দাড়াতে হবে । আজ বঙ্গবন্ধু বেচে থাকলে বোধ হয় বেসরকারী শ্রমিকের এমন দূর্দশা পোহাতে হতোনা। বিশেষ করে প্রাচীন যুগের শক্তিতে, সভ্যতার মনে, আধুনিকতার জ্ঞানে ও পৃথিবীর শিরায় শিরায় শ্রমিকের অবস্থান প্রকৃত শ্রমিক কল্যানের দিকে। তাই দেশ উন্নয়ন স্বার্থে, দেশের আয় ব্যবস্থা হতে অন্তত দিন মজুর শ্রমিকের নূন্যতম ভাতা প্রদান করা উচিৎ। পৃথিবীর সমস্ত খনিজ পদার্থ ভিটামিন, প্্েরটিন ,খাদ্য ,বস্ত্র, ব্যাকটেরিয়া , ভাইরাস ঔষুধ কেমিকেল সহ প্রান ও প্রকৃতির কল্যান সহ সমস্ত কিছুর উদ্ভাবন উত্তোলন উৎপাদন সনাক্তকারী ও বন্টনকারীর প্রধান অংশীদার বেসরকারী শ্রমিক। তাছাড়াও পৃথিবীর সব মানব শক্তির প্রধান শক্তি একমাত্র বেসরকারী শ্রমিক । তাই এদের জীবন মান যতো উন্নত হবে দেশের অর্থনৈতিক অবকাঠামো ততো শক্তিশালী হবে। গনতন্ত্রের ভাষায় প্রধানমন্ত্রী যেমন দেশের জননী। তেমনই দেশের প্রধান শ্রমিকও বটে। ঠিক পরিবারের পিতা মাতার মতো। তাই বেসরকারী শ্রমিকের এই জটিল ও কঠিন সমস্যা দূর করতে পারে একমাত্র মহামায়া মহা মমতাময়ী মহিয়ষী মানবতার বাতি ঘর গনতন্ত্রের মানস কন্যা জননেন্ত্রী শেখ হাসিনা। সারকথা খাদ্য শিক্ষা বিজ্ঞান সমাজ ও অর্থনীতির মূল শিকড় শ্রমিক। সভ্যতা ও আধুনিকতার সৈনিক শ্রমিক। তাই জয় হোক শ্রমের জয় হোক শ্রমিকের।