13yercelebration
ঢাকা

শ্যামনগরে নবাগত ইউএনওর সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

Link Copied!

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সাথে উপজেলার কর্মরত গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন বলেন বাংলাদেশের বৃহত্তম উপজেলা শ্যামনগর। সুন্দরবন সংলগ্ন উপজেলা হওয়ায় পর্যটকদের আগমন ঘটে বিভিন্ন সময়ে। তিনি বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আহব্বান জানান। শ্যামনগরের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান। এছাড়া সাতক্ষীরা-শ্যামনগর সড়কের বেহাল দশা থাকায় সংস্কার বিষয়ে তিনি যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং তিনি সকলের সহায়তা কামনা করেন।
সভায় সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা অবহিত করেন।

মতবিনিময় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক সামিউল আযম মনির, সিনিয়র সাংবাদিক রনজিৎ বর্মন, শেখ আফজালুর রহমান, আবু সাঈদ, রিপোর্টাস ক্লাব সভাপতি গাজী আল ইমরান, উপকূলীয় প্রেসক্লাব সভাপতি আব্দুল হালিম, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ওসমান গণি সোহাগ প্রমুখ।

http://www.anandalokfoundation.com/