× Banner
সর্বশেষ
সৌদি আরব বাংলাদেশি জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে নোয়াখালীতে ঝুপড়ি ঘরে ভূমিহীন পরিবারের মানবেতর জীবনযাপন ফরিদপুর-৪ আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গায় চতুর্থ দফায় এক ঘণ্টার আন্দোলন শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে রাকসু নির্বাচন পিছিয়ে ১৬ অক্টোবর নির্ধারণ সৌদি আরব বাংলাদেশী জনগণের হৃদয়ে বিশেষ স্থান অধিকার করে আছে- স্বরাষ্ট্র উপদেষ্টা রাসুল (সা) এর সীরাত চর্চা মানবজাতির জন্য অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে -ধর্ম উপদেষ্টা চুলের বৃদ্ধির জন্য আমলা নাকি ভ্রিংরাজ ফ্রান্স গাজায় বিশেষ মিশন চালু করতে চায় আগামীকাল প্লেট পর্বের ফাইনাল

সাতক্ষীরা প্রতিনিধি

শ্যামনগরে গতবারের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ বেড়েছে

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫

 সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গতবছরের তুলনায় এবার দুর্গা পুজার মন্ডপ সংখ্যা বেড়েছে। আগামী ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী পুজার মধ্য দিয়ে হিন্দু ধর্মালম্বীদের শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে।

বাংলাদেশ পুজা উদ্যাপন পরিষদ শ্যামনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড.কৃষ্ণ পদ মন্ডল জানান গত বছরের চেয়ে এবার দুর্গা পুজার মন্ডপ সংখ্যা বেড়েছে। গতবছর মন্ডপ ছিল ৬৫টি এবার পুজা হচ্ছে ৭০টি মন্ডপে। পুরাতন মন্ডপ গুলির মধ্যে একটি কমেছে। সে হিসাবে নতুন ৬টি মন্ডপে দুর্গা পুজা অনুষ্ঠিত হচ্ছে।

ইউনিয়ন অনুযায়ী মন্ডপের সংখ্যা হল শ্যামনগর-১২টি, কাশিমাড়ী-২টি, রমজাননগর-৭টি, মুন্সিগঞ্জ-১০টি, কৈখালী-৫টি, আটুলিয়া-১১ টি,  বুড়িগোয়ালিনী-৯টি,  ঈশ^রীপুর-৪টি,  ভূরুলিয়া-৩টি,  নুরনগর-৩টি,  গাবুরা-২টি ও  পদ্মপুকুর-২টি সহ মোট ৭০টি।

মন্ডপ গুলির মধ্যে ২০টি মন্ডপ ঝুঁকিপূর্ণ হিসাবে তিনি চিহ্নিত করেছেন বলে জানান। শ্যামনগর উপজেলায় দুর্গা পুজা যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হওয়ার লক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গত কয়েকদিন পূর্বে সকল পুজা মন্ডপের সভাপতি, সম্পাদক সহ অন্যান্যদের উপস্থিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন সভায় সকলকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন। বিশেষ করে সকল মন্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত সংখ্যাক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করা, নিরাপত্তা বৃদ্ধি, সরকারি নির্দেশনা মেনে চলা সহ অন্যান্য বিষয়ে।

উপজেলার ৭০টি মন্ডপ গুলোর মধ্যে অনেক মন্ডপ ভক্তদের আকর্ষণ সৃষ্টিতে লাইটিং, সুসজ্জিত প্যান্ডেল, দৃষ্টি নন্দন প্রতিমা তৈরী ও অন্যান্য আয়োজনের ব্যবস্থা করছেন। দক্ষিণ বড় কুপট দুর্গা মন্ডপের সভাপতি শিবু প্রসাদ বৈদ্য বলেন এবার ২১ ফুট উচ্চতায় বিশ^রুপ দুর্গা প্রতিমা তৈরী করছেন।

নকিপুর স্বর্গীয় শিবপদ চক্রবর্তী স্মৃতি সার্বজনীন দুর্গা পুজা মন্ডপের সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী বলেন ১৪৩২ সালের দুর্গা পুজার সময় নির্ঘন্ট অনুযায়ী ২৮ সেপ্টেম্বর রবিবার মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১লা অক্টোবর মহানবমী ও ২রা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্যে দিয়ে পুজার সমাপ্তি। তিনি বলেন এবার দেবীর দোলায় গমন।

এদিকে দুর্গা পুজার দিন যতই এগিয়ে আসছে ততই মন্ডপের শিল্পিদের ব্যস্ততা বাড়ছে। এখন প্রতিমার গায়ে রং তুলি চলছে। রাত জেগেও অনেক মন্ডপে শিল্পিরা কাজ করছেন। শারদীয়া দুর্গা উৎসব উপলক্ষে উপজেলার বাজারে পোষাকের দোকান গুলিতে কেনা কাটার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে উপজেলায় এক ধরনের উৎসবের আমেজ বইছে।

শ্যামনগর দক্ষিণ বড় কুপট সার্বজনীন দুর্গা মন্দিরের রং তুলি কার্যক্রম চলমান দুর্গা প্রতিমা।


এ ক্যটাগরির আরো খবর..