× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

শোক সভার আয়োজনে বাঁধা,আহত ৮

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জ উপজেলায় ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকীর  শোক সভার আয়োজনে বাঁধা দিয়ে ভন্ডুল করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ৫জন আহত হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলা আওয়ামী সমর্থক গোষ্ঠির সাংগঠনিক সাংগঠনিক সম্পাদক কালাচাঁদ অভিযোগ করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে ১৫ আগষ্টে শোক সভা পালনের লক্ষে দৌলতপুর ইউনিয়নের বালুবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ আওয়ামী সমর্থক গোষ্ঠির পক্ষ থেকে শোক সভার আয়োজন করা হয়। এ সময় স্থাণীয় প্রতিপক্ষ গ্র“প লাঠিসোটা  নিয়ে সভার আয়োজনে বাঁধা দেয়। এ সময় প্রতিপক্ষ কালাচাঁদ, মিলন, হিলক রায়, ভারত ও রতনকে মারধর করে।

বাংলাদেশ আ’লীগ সমর্থীক গোষ্ঠির কেন্দ্রীয় উপ কমিটির সহ-সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকীর শোক সভা করতে না দেওয়া দু:খজনক। বঙ্গবন্ধুর আদর্শ লালনে যে কেউ শোক সভা পালন করতে পারে।

পীরগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি এমদাদুল হক বলেন, পীরগঞ্জ শহরের শোকসভার আয়োজন করা হয়েছে। বিচ্ছিন্ন ভাবে অনুমোতি ছাড়াই সভার আয়োজন করায় স্থানীয় ছেলেরা বন্ধ করে দিয়েছে। তবে কোন হামলা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শওকত হোসেন জানান, পীরগঞ্জ উপজেলা আ’লীগের নেতাকর্মীদের অনুমতি না নিয়ে শোক সভার আয়োজন করলে স্থানীয়রা তাতে বাধা দিয়েছে বলে শুনেছি। তবে আহতের কোন ঘটনা ঘটেনি।


এ ক্যটাগরির আরো খবর..