স্টাফ রিপোর্টার বেনাপোলঃ ৮৫ যশোর-১(শার্শা) থেকে বারংবার নির্বাচিত এমপি আলহাজ্ব শেখ আফিল উদ্দিনকে মন্ত্রী দেওয়ার দাবিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ শার্শা উপজেলা শাখার আয়োজনে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে বেনাপোল বন্দর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ শার্শা উপজেলা শাখার সভাপতি এস এম ইব্রাহিম।
উক্ত সংবাদ সম্মেলে আরো বক্তব্য রাখেন অত্র সংগঠনের সহ সভাপতি ইউনুস আলী, সাধারণ সম্পাদক হুমায়ন কবির, প্রাক্তন সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, নেতা মিজানুর রহমানসহ অত্র সংগঠনের নেতা-কর্মীরা।
এসময় বক্তারা শার্শা আসন থেকে বারংবার নির্বাচিত এমপি শেখ আফিল উদ্দিনের এলাকা উন্নয়ন নিয়ে বিবিধ আলোচনা করেন।