বিশেষ প্রতিবেদকঃ শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে দেশী-বিদেশী ষড়যন্ত্র থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এছাড়া এই হামলার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে বোমা বিস্ফোরণে আহতদের খোঁজ খবর নেন তিনি। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক ও উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিকল্পিতভাবে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলা হয়েছে। হামলার ভিডিও ফুটেজ আছে। ফুটেজ দেখে দ্রুত দোষী ব্যক্তিদের খুঁজে বের করা হবে বলে আশা করেন তিনি।তিনি বলেন, আন্তর্জাতিকভাবে দেশের ভাবমুর্তি নষ্ট করতে, দেশে অস্থিতিশীল পরিবশে সৃষ্টি করতে এ হামলা চালানো হতে পারে। আমাদের কাছে অনেক তথ্য আছে, ভিডিও ফুটেজ আছে, যা দেখে অপরাধীদের শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পুরান ঢাকার হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলে হামলার ভিডিও ফুটেজ পুলিশের কাছে রয়েছে। ফুটেজ দেখে দ্রুত জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।তিনি বলেন,একটি সংঘবদ্ধচক্র পরিকল্পিতভাবে এই বোমা হামলা চালিয়েছে।
স্বরাষ্টমন্ত্রী বলেন, রাতে কোনো ধরনের মিছিল না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল। তারপরও রাতে মিছিল বের করা হয়।কিভাবে এই হামলা হলো ও কারা জড়িত, তা খুঁজে বের করতে তদন্ত সংস্থা ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের নিরাপত্তার কোনো দুর্বলতা ছিল না। আমাদের যথেষ্ট নিরাপত্তা ছিল। তবে কারা, কেন, কিভাবে বিস্ফোরণ ঘটিয়েছে তা খতিয়ে দেখব। আমাদের কাছে যথেষ্ট তথ্য আছে। যারা ঘটিয়েছে তারা সংঘবদ্ধ।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্টমন্ত্রী বলেন, আমরা কখনোই জঙ্গীদের মাথা উঁচু করে দাঁড়াতে দেইনি। আর কখনও দিবোও না।এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, অপরাধীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। ঘটনাস্থল থেকে সিসি টিভির ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। ।
আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার রাত ১টা ৫৫ মিনিটের দিকে হোসেনী দালান চত্বরে বোমার বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় এক যুবক মারা যান। আহত হন অন্তত শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ ও মিটফোর্ড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এঘটনার সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তদন্ত করছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিরাপত্তার দুর্বলতা ছিল বলে মনে করি না। দেশকে অস্থিতিশীল করতে একটি মহল এ ধরনের কাজ করছে।তিনি বলেন, রাতে কোনো ধরনের মিছিল না করার জন্য পুলিশের পক্ষ থেকে নির্দেশনা ছিল। তার পরও রাতে মিছিল বের করা হয়। হামলায় ৫০ জন আহত ও একজন নিহত হয়েছেন বলে জানান মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, অনেকেই পদদলিত হয়ে আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে দু-একজনের অবস্থা আশঙ্কাজনক।পুরান ঢাকার হোসেনি দালানে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় শুক্রবার মধ্যরাতে বোমা হামলায় সাজ্জাদুল হক সানজু (১৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০০ জনের বেশি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।