14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রয়োজনে শিক্ষার্থীদের পরের শ্রেণিতে অটো প্রমোশন -প্রধানমন্ত্রী

Dutta
August 27, 2020 4:56 pm
Link Copied!

মহামারী করোনাসৃষ্ট পরিস্থিতিতে ক্লাস কিংবা পরীক্ষা হচ্ছে না। অন্তত বই তো সাথে আছে, একটু পড়াশোনা করুক। প্রয়োজনে পরের শ্রেণিতে অটো প্রমোশনের ইঙ্গিতও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে নোয়াখালীর এক শিক্ষার্থীর সঙ্গে কথোপকথনের সময় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, এতদিন পর্যন্ত স্কুল নাই, ক্লাস নাই। পড়াশোনার ক্ষতি হচ্ছে। আসলে এতে ক্ষতি হলেও তো কিছু করার নাই। কারণ করোনায় সারাদেশ ভুগছে। আমি শিক্ষার্থীদের বলবো, অন্তত বই তো সাথে আছে, একটু পড়াশোনা করুক।

এছাড়া তিনি আরো বলেন, এরপর আমরা দেখি কি করা যায়। কারণ সামনেই তো ফাইনাল পরীক্ষা। পরীক্ষা তো হচ্ছে না, তাই আরো কি করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে বরাবরের মত যেন চলতে থাকে সেটার চেষ্টাই করছি।

http://www.anandalokfoundation.com/