× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

শারদীয় দুর্গোৎসব পারস্পরিক সৌহার্দ্র, সহমর্মিতার মাধ্যমে দেশের কল্যাণ বয়ে আনবে: ভূমি মন্ত্রী

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮

বিশেষ প্রতিবেদক মনোরঞ্জন মজুমদারঃ  শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠী থেকে বিজয়াদশমী দেবীর দোলায় গমন পর্যন্ত সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যে আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, প্রীতি, সৌহার্দ্র, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে অনুরূপভাবে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বললেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি।

বৃহস্পতিবার রাজধানীর বাংলাবাজার সার্বাজনীন দুর্গোৎসব সমিতির পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব ১৪২৫ এর মহাসপ্তমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাবাজার সার্বাজনীন দুর্গোৎসব সমিতির প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, মাহজাবিন খালেদ এমপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সেলর জনাব আরিফ হোসেন ছোটন।

সভাপতিত্ব করেন বাংলাবাজার সার্বাজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি শ্যামল পাল।


এ ক্যটাগরির আরো খবর..