বিশেষ প্রতিবেদক মনোরঞ্জন মজুমদারঃ শারদীয় দুর্গোৎসব মহাষষ্ঠী থেকে বিজয়াদশমী দেবীর দোলায় গমন পর্যন্ত সারা বিশ্বে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে যে আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ, প্রীতি, সৌহার্দ্র, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে অনুরূপভাবে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বললেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ এম.পি।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাবাজার সার্বাজনীন দুর্গোৎসব সমিতির পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব ১৪২৫ এর মহাসপ্তমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি জাতি, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাবাজার সার্বাজনীন দুর্গোৎসব সমিতির প্রধান পৃষ্ঠপোষক ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি, মাহজাবিন খালেদ এমপি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৩ নং ওয়ার্ড কাউন্সেলর জনাব আরিফ হোসেন ছোটন।
সভাপতিত্ব করেন বাংলাবাজার সার্বাজনীন দুর্গোৎসব সমিতির সভাপতি শ্যামল পাল।