14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ফেসবুক গ্রুপের শাড়ী বিতরণ

Dutta
October 26, 2020 5:48 pm
Link Copied!

বাংলাদেশের হিন্দু ফেসবুক গ্রুপ “দুই বাংলার হিন্দু ছেলে মেয়েদের আড্ডা ও বিনোদন বক্স” এবং “হ্যাপি হিন্দু ফ্রেন্ডস ফান গ্রুপ” এর উদ্যোগে উদ্যোগে প্রতিনিয়ত সেবামূলক কাজ করে যাচ্ছে। অসহায় হিন্দুদের জন্য এবছর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে শাড়ী বিতরণ করেছে।

২৪ ও ২৫ অক্টোবর শনি ও রবিবার চট্টগ্রামের সাতকানিয়া বাজালিয়া ঋষি তীর্থ অনাথ আশ্রমের বাচ্চাদের পোশাক এবং সাতক্ষীরা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায় বিধবা ও অসহায় মহিলাদের মাঝে শাড়ি বিতরণ করা হয়।

ওই দুইটি গ্রুপের পক্ষ থেকে এই ব্যাপারে দুই বাংলার হিন্দু ছেলে মেয়েদের আড্ডা ও বিনোদন বক্স গ্রুপের এডমিন শান্ত কুমার দাস বলেন, আমরা সব সমায় এই রকমের কিছু করে থাকি কিন্তু এই বছর আমাদের অনেক ভেবে চিন্তে এই রকমের উদ্যোগ নিতে হয়েছে কারন এই মহামারি করোনায় আগের মত কেউ সচ্ছল নাই, তাই আমাদের মত আর একটি সেবামূলক গ্রুপের সাথে আলোচনা করে, দুই গ্রুপ মিলে, এই উদ্যোগ নিয়েছি – বর্তমান পরিস্থিতে ও যারা আমাদের সাথে থেকে সহযোগিতা করেছেন, তাদের কে আমাদের দুই গ্রুপের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি এইভাবে সবাই আমাদের পাশে থাকবেন।

হ্যাপি হিন্দু ফ্রেন্ডস ফান গ্রুপের এডমিন সিঙ্গাপুর প্রবাসী বিল্পব দেবনাথ বলেন, অনেক বছর ধরে নিজ দেশ ছেরে বিদেশে আছি, দেশের মানুষ ও পরিবারের সাথে পূজা দেখা হয় না ” কিন্তু সব সময় দেশের মানুষের কথা মনে পরে – তাই আমরা সব সময় এটাই চাই যাদের কেউ নাই তাদের পাশে আমরা আছি, কেউ কোন রকমের সহযোগিতা চাইলে, আমরা সেটা বিবেচনা করে সহযোগিতা করার চেষ্টা করি – তারই ধারাবাহিকতায় আমরা দুই গ্রুপ মিলে – এই কাজ টা সম্পন্ন করেছি। যারা আমাদেরকে সহযোগিতা করেছে এই মহামারি করোনার মধ্যেও আশা করছি সব সময় এই ভাবেই আমাদের পাশে থাকবেন ” এই দুই গ্রুপের মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছে দ্যা নিউজ পরিবার এবং বিভিন্ন শ্রেনীর মানুষগন।

http://www.anandalokfoundation.com/