× Banner
সর্বশেষ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সঙ্গে ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধির সাক্ষাৎ দগ্ধ ফায়ার কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে-স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে হামলা, ১৬ টি গাড়ি ভাঙচুর শান্ত বরিশালকে অশান্ত করতে মাঠে আওয়ামী লীগ  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবা সম্পর্কিত গণশুনানি নোয়াখালীতে টাইফয়েড টিকাদান বিষয়ক ওরিয়েন্টেশন সভা বেনাপোলে বিজিবির অভিযানে ২ কোটি ৫৫ লক্ষ ৬১ হাজার টাকা মুল্যের ভারতীয় শাড়ি থ্রী-পিচ ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রীসহ আটক-২ সাম্প্রদায়িক সম্প্রীতি দেশের সামগ্রিক উন্নয়নের অন্যতম ভিত্তি-ধর্ম উপদেষ্টা কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ও লাইসেন্স বাতিলে পরিবেশ মন্ত্রণালয়ের উদ্যোগ গৌরনদীতে বরিশাল জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শরীয়তপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সভা ও সম্মেলন

admin
হালনাগাদ: শুক্রবার, ৫ আগস্ট, ২০১৬

সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে শুক্রবার দুপুর ১২টায় শরীয়তপুর সরকারী কলেজ হল রুমে এ সভা ও সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শরীয়তপুর জেলা ইউনিটের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শরীয়তপুর সরকারী কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ফরিদপুর অঞ্চলের যুগ্ম মহাসচিব প্রফেসর মোঃ মনোয়ার হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভাপতি আই কে সেলিম উল্লাহ খোন্দকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব মোঃ শাহেদুল খবির চৌধুরী, ফরিদপুর অঞ্চলের সহ-সভাপতি প্রফেসর রাখাল চন্দ্র চক্রবর্তী, ঢাকা মহানগরের যুগ্ম মহাসচিব মন্মথ রঞ্জন বাড়ৈ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শরীয়তপুর সরকারী কলেজের উপাধক্ষ্য মোঃ ফজলুল হক। সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের ইসলামের ইতিহাসের শিক্ষক এস. এম সাইদুর রহমান পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত ও শরীয়তপুর সরকারী কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক নীহার রঞ্জন ভৌমিক এর পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা ঘটে। এছাড়াও বিসিএস শিক্ষক সমিতি শরীয়তপুর শাখার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় কেন্দ্রীয় নেতৃবৃন্দদের।

অন্যানদের মধ্যে শরীয়তপুর সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম, নড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, শরীয়তপুর সরকারী কলেজ শাখা শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ অলিউর রহমান, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মাকসুদা খাতুন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মোঃ মনির হোসেন, প্রাণী বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান আবদুস সোবাহান বাবুল, সহকারী অধ্যাপক (ইংরেজী) তানজির পারভেজসহ শরীয়তপুর সরকারী কলেজ, সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজ ও নড়িয়া সরকারী কলেজের শিক্ষক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারণ সভা ও সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ শরীয়তপুর সরকারী কলেজের উপাধ্যক্ষ মোঃ ফজলুল হককে সভাপতি এবং সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিমকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট বিসিএস সাধারণ শিক্ষা সমিতির শরীয়তপুর জেলা ইউনিট কমিটি ঘোষনা করেন।

এছাড়াও বিসিএস সাধারণ শিক্ষা সমিতি শরীয়তপুর সরকারী কলেজ শাখায় মিজানুর রহমানকে সভাপতি ও মোঃ অলিউর রহমানকে সাধারণ সম্পাদক, সরকারী গোলাম হায়দার খান মহিলা কলেজ শাখায় অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিমকে সভাপতি ও দেলোয়ার হোসেনকে সাধারণ সম্পাদক এবং নড়িয়া সরকারী কলেজ শাখায় অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেককে সভাপতি ও মোহাম্মদ তরিকুল ইসলামকে সাধারণ সম্পাদক ঘোষনা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

বক্তব্যে পেশাগত সম্মান ও মর্যাদা রক্ষা, আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসন, ব্যাচভিত্তিক পদোন্নতি, পদসোপন তৈরী, সুপারনিউমারী পদ সৃষ্টি ও অর্জিত ছুটির দাবী জানান শিক্ষক নেতারা।


এ ক্যটাগরির আরো খবর..