শরীয়তপুর প্রতিনিধি ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার স্থানীয় পৌরসভা সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিস্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠন সমূহ, মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠন সমূহ।
পুস্পস্তবক অর্পন শেষে শহীদ মিনার থেকে জেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মাহাবুবা আক্তার। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এহসান শাহ, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল।
বক্তব্য রাখেন শরীয়তপুর জজ কোর্টের বিজ্ঞ পিপি এ্যাড. মির্জা হজরত আলী, সাবেক ছাত্রনেতা নুরুল আমিন কোতোয়াল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ প্রমূখ।
এছাড়া জেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন, মিলাদ ও আলোচনা সভার আয়োজন করে।