বাংলাদেশ জামায়াতে ইসলামী ১৯৪১ সাল থেকে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে আসছে। শত বছর সময় লাগলেও আমরা ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব।” বলেছেন সালথা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলা চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত ৫ দফা দাবির বাস্তবায়নের দাবিতে ফরিদপুরের সালথা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করেছে সংগঠনটি।
সমাবেশে উপজেলা বলেন,“ দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে অবিলম্বে ৫ দফা দাবি মেনে নিতে হবে।
তিনি আরও বলেন,“বাংলাদেশের ৭১% মানুষ পিআর পদ্ধতি চায়। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিছু মানুষের কথায় গণমানুষের এ দাবি উপেক্ষা করছে। জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ে আমাদের সংগ্রাম চলবে।”
অন্য বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন,“৫ দফা দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো. তরিকুল ইসলাম।
এছাড়া আরও উপস্থিত ছিলেন,উপজেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান মজনু,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি চৌধুরী মাহবুব আলী সিদ্দিকী (নসরু),রামকান্তপুর ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবু ছায়েম মোল্যা,মাঝারদিয়া ইউনিয়ন সভাপতি ওয়ালিউজ্জামান,যদুনন্দী ইউনিয়ন সভাপতি মাওলানা মিকাইল হোসেন,রামকান্তপুর ইউনিয়ন সভাপতি মো. ফারুক হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।