13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শঠিবাড়ী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম

admin
November 9, 2016 12:49 pm
Link Copied!

লক্ষন চন্দ্র বর্মন, রংপুর।।  উত্তর বঙ্গের প্রসিদ্ধ বানিজ্যিক এলাকা রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের পার্শ্বে শঠিবাড়ী হাট-বাজার। জানা যায় যে এই হাট-বাজার থেকে প্রতি বছর ইজারা থেকে সরকারের একটি বিরাট রাজস্ব আসে।

স্থানীয় ১৪নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান তালুকদার শঠিবাড়ী বাজারের সুষ্ঠু পরিবেশের লক্ষে গত ৬ নভেম্বর  সকল ইউপি সদস্য ও গ্রাম পুলিশের মাধ্যমে অবৈধ্য স্থাপনা উচ্ছেদের কার্যক্রম শুরু করেন।

চেয়ারম্যান সাহেব বলেন যে, শঠিবাড়ী বাজারে অসংখ্য অবৈধ্য দখলদার রয়েছে, কয়েকবার নোটিশ করেও কাজ হয়নি, একটি প্রভাবশালী মহল হাটের জায়গা দখল করে মোটা অংকের টাকার বিনিময়ে পজিশন বিক্রি করেন। ফলে বাজারে আগত জনগণ, ছাত্র-ছাত্রী, সংযোগ রাস্তার পথচারী ভোগান্তির স্বীকার হয় এবং দুর্ঘটনা ঘটে থাকে।

৭ নভেম্বর ইউপি চেয়ারম্যান  মোঃ সাইদুর রহমান তালুকদার উপজেলা নির্বাহী অফিসার, মিঠাপুকুর, রংপুর বরাবর শঠিবাড়ী বাজারের অবৈধ্য স্থাপনা উচ্ছেদ কার্যক্রমে অবৈধ্য দখলদারদের বাধা প্রদানের বিষয়ে অভিযোগ দাখিল করেন এবং প্রশাসনের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করেন।

http://www.anandalokfoundation.com/