ইউক্রেনের রাজধানী কিয়েভে মঙ্গলবার ভোরে বিস্ফোরণে লুকিয়ানিভস্কা নামে একটি মেট্রো স্টেশন ও দুটি ভবনে রুশ হামলা চালায়। এতে ব্যপক ক্ষতিগ্রস্ত হয়েছে ঐ ভবন ও মেট্রো স্টেশন।
লুকিয়ানিভস্কা শহর কিয়েভের খুব কাছের এক শহর। ক্ষতিগ্রস্ত হওয়ায় স্টেশনটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়াও মঙ্গলবার সকালে কিয়েভের আবাসিক এলাকায় দুটি ভবন পৃথক বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টার দিকে শহরের কেন্দ্রের পূর্বের জেলা ওসোকরকিতে একটি ভবনে বিস্ফোরণ ঘটে। দোতলা ভবনে আগুন লাগলেও কিছুক্ষণের মধ্যেই তা নিভিয়ে ফেলা হয়।
ওসোকরকিতে আগুন লাগার কিছুক্ষণ পরে, পোদিলের একটি ১০ তলা ভবনে রকেটের আঘাতে আগুন লাগে, যার ফলে ভবনের ৫ম তলায় আগুন লেগে যায়। এ ঘটনায় ব্যপক ক্ষয় ক্ষতি হয়। একজনকে হাসপাতালে ভর্তি করা হয়।