14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রোহিঙ্গা সন্ত্রাসীদের সাহায্য করছেন মানবাধিকারকর্মীরাঃ অং সান সু চি

admin
August 29, 2017 2:18 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ মিয়ানমারের ‘সন্ত্রাসীদের’ আন্তর্জাতিক সংস্থার কর্মীরা সাহায্য করছে বলে অভিযোগ করেছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চির দপ্তর। রবিবার তাদের ফেসবুক পেজে এক বিবৃতি প্রকাশ করে এ অভিযোগ জানানো হয়। খবর দ্য গার্ডিয়ানের।

তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের জন্য তাদের নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে এবং এই ধরনের আচরণ মারাত্মক দায়িত্বজ্ঞানহীনতা পরিচয়।

বিবৃতিতে বলা হয়েছে, তারা জানতে পেরেছেন রাখাইনের একটি গ্রাম যখন ‘চরমপন্থী সন্ত্রাসীরা’ ঘিরে রেখেছেন তখনই তাদের আন্তর্জাতিক সাহায্য সংস্থার কর্মীরা সাহায্য করেছেন। এই ঘটনার তদন্ত করা হবে বলেও বিবৃতিতে বলা হয়। মিয়ানমারের নেত্রী অং সান সু চির এই দপ্তরের প্রধান। তারা জাতিসংঘের বিশ্ব খাদ্য সংস্থার বিস্কুটের ছবি প্রকাশ করে দাবি করে, এই বিস্কুটগুলো বিদ্রোহী আশ্রিত একটি ক্যাম্প থেকে উদ্ধার করা হয়েছে। মিয়ানমার সরকার এমন সময়ে এই বিবৃতি দিল যখন দেশটির রাখাইন রাজ্যে অশান্ত অবস্থা বিরাজ করছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ও গতকাল শুক্রবার ভোরে মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মুসলিম বিদ্রোহীদের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। পুলিশ ও সেনাবাহিনীর কমপক্ষে ২০টি তল্লাশিচৌকিতে এই হামলায় নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। হামলার জের ধরে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ কমপক্ষে ১০৪ জন নিহত হয়েছেন। তারমধ্যে নিরাপত্তা বাহিনীর ১২ জন সদস্য রয়েছে।

সামান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মের অনুসারী মিয়ানমারের নেতারা জাতিসংঘের সংস্থাগুলোর বিরুদ্ধে ইসলামি জঙ্গিদের সহযোগিতার করার অভিযোগ করছেন।

বুথিডাউন শহরের এক প্রতিবেদক বলেছেন, এই বিবৃতি প্রকাশের পরে প্রায় ১০০ জন কর্মীকে স্পিডবোটে করে চলে যেতে দেখেছি। মানবাধিকার সংগঠন ফর্টিফাই রাইটসের নির্বাহী পরিচালক ম্যাথিউ স্মিথ বলেছেন, মানবাধিকারকর্মী বিরোধী অং সান সু চির দপ্তরের এই ধরনের বিবৃতি খুব দায়িত্বজ্ঞানহীন, মারাত্মক এবং প্রাণঘাতী।

‘সু চি রোহিঙ্গা এবং মানবাধিকার কর্মী বিরোধী মনোভাব মানুষের মনে তৈরি করার চেষ্টা করছেন। অথচ তাকে এখন দেশে শান্তি ও মানবাধিকার রক্ষায় ক্ষমতার ব্যবহার করা উচিত।’

রাখাইনে জাতিসংঘের এক মুখপাত্র বলেছেন, সার্বিক অবস্থা বিবেচনা করে জাতিসংঘ সিদ্ধান্ত নিয়েছে সাময়কিভাবে কর্মীদের মংডু থেকে অন্যত্র স্থানান্তর করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/