কক্সবাজারের টেকনাফে আবারও বেপরোয়া হয়ে উঠেছে রোহিঙ্গা দুর্বৃত্তরা। জাকির ও আমান উল্লাহ দুই গ্রুপের সক্রিয় সন্ত্রাসী সদস্যরা এ হামলা চালিয়েছে।
গতকাল সোমবার রাত সাড়ে আটটার দিকে হ্নীলা মোচনি রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পের (ই ব্লক) এলাকায় চাঁদা আদায়কে কেন্দ্র অস্ত্রধারী দুই গ্রুপের মধ্যে গোলাগুলি সংঘটিত হয়েছে। এ ঘটনায় ১৫ রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছেন।
প্রত্যক্ষদর্শী রোহিঙ্গারা জানান, দু’পক্ষের মধ্যে প্রায় ৪০-৫০ রাউন্ড গুলি বিনিময় হয়। গোলাগুলিতে ১৩-১৪ জন লোক গুলিবিদ্ধ হয়েছে। এরপর তাদেরকে উদ্ধার করে নয়াপাড়া গণস্বাস্থ্য ক্লিনিকে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাদের মধ্য থেকে নয়জনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠান। বাকি চারজন ক্যাম্পের গণস্বাস্থ্য ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে এই খবরটি শোনার পর র্যাব-১৫ টেকনাফ (সিপিসি-১) কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত ডাকাত দলের সদস্যদের ধরতে অভিযান পরিচালনা করা হবে জানা যায়।
গুলিবিদ্ধ রোহিঙ্গারা হলেন- মোচনি রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লাকের শওকত (১৯), সি-ব্লকের বশির আহমেদ(৩২), বি-ব্লকের আবুল হোসেন (২২), সি-ব্লকের মো. হোসেন(২৩), ই-ব্লকের বাসিন্দা মো. হাসান (২৮),সি-ব্লকের আব্দুল গনি(২৪), একই ব্লকের জুবায়ের(১৮), ই-ব্লকের জিয়াদুল (১২) ও মো. ফারুকসহ (৮) ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে। ক্যাম্পে গোলাগুলির ঘটনায় দু’পক্ষে উত্তেজনা বিরাজ করছে বলে জানা যায়।
উদ্ভুত পরিস্থিতিতে সাধারণ রোহিঙ্গারা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছে। এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। অভিযানের মাধ্যমে অবৈধ অস্ত্র উদ্ধারসহ সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হবে।