13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনায় ডা. রেজোয়ানুল বারী শামিমসহ ৭৪ চিকিৎসকের মৃত্যু

Rai Kishori
August 10, 2020 8:19 am
Link Copied!

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডা. রেজোয়ানুল বারী শামিম এর মৃত্যুর মধ্যে দিয়ে সারাদেশে এ পর্যন্ত ৭৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (অর্থোপেডিক্স) ডা. রেজোয়ানুল বারী শামিম (৪৯)। ডা. রেজোয়ানের বাড়ি বগুড়া শহরের সুলতানগঞ্জ পাড়ায়। মৃত্যুর সময় স্ত্রী ও দুই ছেলেমেয়ে রেখে গেছেন তিনি।

রোববার দুপুরে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিরাজঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নজরুল ইসলাম জানান, ডা. রেজোয়ানুল বারী ওই হাসপাতালে রোগী দেখতে গিয়ে ১৫ দিন আগে করোনায় আক্রান্ত হন। এরপর তিনি চিকিৎসার জন্য বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

বগুড়া শজিমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, ডা. রেজোয়ানুল বারী শামিমকে গত ৩০ জুলাই দুপুর ১২টার দিকে হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এক পর্যায়ে তার অবস্থার অবনতি হলে গত ৭ আগস্ট রাতে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়। পরদিন ৯ আগস্ট রোববার সকালে তাকে ভেন্টিলেশন অবস্থায় সেনাবাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।

http://www.anandalokfoundation.com/