14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রিশভ পন্টকে ছেড়ে রোনাল্ডোর পেছনে উর্বশী

ডেস্ক
December 5, 2022 10:54 am
Link Copied!

রিশভ পন্টকে ছেড়ে রোনাল্ডোর পেছনে উর্বশী, যার ফলে যারা জানতেন না তারাও এখন জেনে ফেলেছেন উর্বশী রাউতেলার নাম। একসময় বলিউড অভিনেত্রী দাবি করেছিলেন যে আর পি আদ্যক্ষর যুক্ত এক ক্রিকেটার বেনারসে তার শুটিং চলাকালীন তার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু তিনি অত্যন্ত ক্লান্ত হয়ে নিজের হোটেল রুমে গিয়ে ঘুমিয়ে পড়ায় ওই ক্রিকেটারের সঙ্গে দেখা করতে পারেননি এবং পরে তার খুব খারাপ লেগেছিল এই নিয়ে।তখন থেকেই নেটিজেনরা বলিউড অভিনেত্রীকে নিয়ে নানানভাবে ব্যঙ্গ করতে থাকেন। লোকের মনোযোগ আকর্ষণের জন্য তিনি যা ইচ্ছে তাই করতে পারেন বলে অভিযোগ করছিলেন অনেকে।এর জবাবে রিশভ পন্থ সরাসরি কিছু না বললেও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে উর্বশীর বিতর্ক তৈরি করে সকলের মন কাড়ার প্রবণতাকে ব্যঙ্গ করেছিলেন। সেই কথার জবাবে উর্বশীও নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পন্টকে খোঁচা মেরে কিছু কথা বলেছিলেন। তাদের এই ঠান্ডা লড়াই বেশ কিছুদিন চলেছিল।

 

সম্প্রতি নতুন একটি মাশালা গানে নিজের নতুন লুকের ছবি শেয়ার করেছিলেন উর্বশী। কিন্তু ক্যাপশনে সম্পূর্ন অপ্রাসঙ্গিক একটি মন্তব্য লিখে সকলের মনোযোগ আকর্ষণ করেন তিনি। তিনি লেখেন, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়েছেন। এরপরে কোন ক্লাবে তাকে খেলতে দেখতে চান আপনি? এরপরে তাকে নিয়ে যথেষ্ঠ ট্রোলও করেছেন ফুটবল প্রেমীরা।