স্টাফ রিপোর্টারঃ গৃহকর্মী নির্যাতনের মামলায় তিন দিনের রিমান্ড শেষে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শাহাদাতকে মঙ্গলবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলা তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।
অপরদিকে, শাহাদাতের আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠোনোর আদেশ দেন। এর আগে, বৃহস্পতিবার ক্রিকেটার শাহাদাতকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মিরপুর থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেন তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আইনজীবী কাজী মো. নজিবুল্লাহ হিরুর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন শাহাদাত। আদালত তার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে রবিবার ভোরে তার স্ত্রী জেসমিন জাহানকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান। অপরদিকে, জেসমিন জাহানের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন।
ঢাকা মহানগর হাকিম ইউনুস খান তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদেরও নির্দেশ দেন আদালত। গৃহকর্মী নির্যাতনের অভিযোগে জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীবের বিরুদ্ধে ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতকে আসামি করা হয়। মামলার এজাহারে তাদের বিরুদ্ধে শিশুটিকে অমানুষিক নির্যাতনের অভিযোগ আনা হয়।