× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

সুপ্রিমকোর্টে রাহুল গান্ধির বেইজ্জতি, প্রশ্ন তিনি ভারতীয় কিনা

SDutta
হালনাগাদ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিউজ ডেস্ক:ভারতের ভূমি চীন দখল করেছে। বিশ্বব্যাপী এই ন্যারেটিভ ছড়াতে যেয়ে ভারতের সুপ্রিমকোর্টের তোপের মুখে পড়েছে কংগ্রেস সুপ্রিমো রাহুল গান্ধি। রাহুল গান্ধির দেশপ্রেম ও জাতীয়তা নিয়ে প্রশ্ন তুলল বিচারপতিরা। আদালতে হাত পা গুটিয়ে রাহুলের আইনজীবী মনুসিংভি সেই পর্যবেক্ষণ শুনলেন। কোনো উত্তর দিতে পারেননি।

সম্প্রতি রাহুল গান্ধির এক মানহানির মামলার শুনানি চলছিল আদালতে। ২০২২ সালে রাহুল গান্ধি বিরুদ্ধে লাখনৌতে এই মামলা হয়। সেখানকার হাইকোর্টে এই মামলার শুনানি বন্ধ করে তা সুপ্রিমকোর্টে নিয়ে আসে কংগ্রেসের আইনজীবীরা। রাহুল গান্ধির বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি দেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারের মানহানি করছেন। চীনের সেনাবাহিনী ভারতের ২০০০ বর্গ কিলোমিটার জায়গা দখল করেছে। এমন তথ্যের সত্যতা আদালত জানতে চান রাহুল গান্ধির আইনজীবীর কাছে। আদালত বলেন, জমি দখলের সময় রাহুল গান্ধি সেখানে উপস্থিত ছিল কিনা? রাহুল গান্ধি জমি দখলের তথ্য কার কাছ থেকে পেয়েছেন?

রাহুল গান্ধির আইনজীবী এর স্বপক্ষে কোনো তথ্য দিতে পারেননি। আদালত রাহুল গান্ধি ভারতীয় কিনা প্রশ্ন তুলেন। আদালতের বিশ্বাস কোনো ভারতীয় ব্যক্তি নিজের দেশ নিয়ে এমন মিথ্যাচার করতে পারেন না। তাই বক্তব্য দিতে রাহুল গান্ধিকে সতর্ক হতে বলেন আদালত। ভবিষ্যতে যেন এমন উৎপটাং বক্তব্য না দেন রাহুল গান্ধি।

এদিকে রাহুল গান্ধির প্রতি সুপ্রিমকোর্টের এমন মন্তব্যে পুরো কংগ্রেস মানসিক ধাক্কা খায়। সবাই বিষয়টি এড়িয়ে যাচ্ছেন। বিভিন্ন অনুসন্ধানে দেখা যায়। রাহুল গান্ধি বিভিন্ন সময়ে ভারতের জমি চীন দখল করে নিয়েছে বলে মন্তব্য করেছেন। সেখানে কোনো কোনো সময় তিনি বলেন চীন ভারতের চার হাজার বর্গ কিমি দখল করেছে। কখনো বলেছেন ৪৪ হাজার বর্গ কিমি দখল করেছে। কখনও বর্গ বাদ দিয়ে শুধু ৪ হাজার কিলোমিটার দখল করেছে। এমন বক্তব্য সাংবাদিকদের দেন।

প্রসঙ্গত রাহুল গান্ধির এই বক্তব্যের পর বাংলাদেশসহ ভারতের প্রতিবেশীদের বিরাট একটি অংশ মনে করে চীন ভারতের ভূমি দখল করে রেখেছে। অথচ যার ওপর ভরসা করে এই বিবৃতি দেওয়া হয় খোদ তার কাছেই এর স্বপক্ষে কোনো প্রমাণ নেই।


এ ক্যটাগরির আরো খবর..