13yercelebration
ঢাকা

রাশিয়া আর মাত্র এক বছর যুদ্ধ করতে পারবে

Link Copied!

রাশিয়ার উচ্চক্ষমতা সম্পন্ন মিসাইল ফুরিয়ে আসছে এবং বর্তমানে তারা ইউক্রেনে যে গতিতে যুদ্ধ করছে এভাবে তারা আর মাত্র এক বছর যুদ্ধ করতে পারবে।

এমনটি দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা বিভাগের প্রধান পরিচালক ভাদইয়াম স্কিবিটস্কি।

দেশটির প্রতিরক্ষার বিভাগের প্রধান পরিচালক দাবি করেছেন, বর্তমানে রাশিয়া তাদের কথিত বিশেষ সামরিক অভিযানে মিসাইল হামলার পরিমাণ অনেক কমিয়ে দিয়েছে। আর যেখানেও হামলা করছে সেখানে ব্যবহার করছে কেএইচ-২২ রকেট।

এই কেএইচ-২২ রকেট পুরনো সোভিয়েত আমলের অস্ত্র । ১৯৭০ সালের দিকে রকেটগুলো তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, রাশিয়ার অর্থনৈতিক যে সম্পদ এখন রয়েছে সেটি দিয়ে তারা বর্তমানে যেভাবে যুদ্ধ করছে সেভাবে আর মাত্র এক বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে।

http://www.anandalokfoundation.com/