14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ায় সন্তানের জন্ম হলে সাড়ে ছয় লাখ টাকা প্রণোদনা

Brinda Chowdhury
January 17, 2020 9:18 am
Link Copied!

রাশিয়ার  সন্তান নেয়ার জন্য আর্থিক প্রণোদনাও ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। জন্মহার কমে যাওয়াকে ভবিষ্যতের জন্য প্রত্যক্ষ হুমকি বলে উল্লেখ করেন তিনি।

টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি বলেন, জনসংখ্যা বৃদ্ধি স্থিতিশীল রাখা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। সন্তান নেয়া নতুন বাবা ও মার জন্য আর্থিক প্রণোদনা দেয়ার অঙ্গীকার করেন রাশিয়ার প্রেসিডেন্ট

তার অঙ্গীকার অনুসারে, প্রথম সন্তান নেয়ার জন্য বাবা ও মারা এককালীন সাত হাজার ছয়শ ডলার বা প্রায় সাড়ে ছয় লাখ টাকা পাবেন। অবশ্য ২০০৭ সাল থেকে দ্বিতীয় সন্তান নেয়ার জন্য এই পরিমাণ টাকা দেয়া হচ্ছে।

পুতিন জানান, ২০২৬ সাল পর্যন্ত এই প্রণোদনা দেয়া হবে। এখন সন্তান জন্ম দানকারী প্রজন্মটির জন্ম হয় গত শতকের নব্বইয়ের দশকে। তখন আর্থিক মন্দার কারণে জন্মহার কমে যায়। তার প্রভাব এখন আবার পড়ছে। এছাড়া দরিদ্র পরিবারের শিশুদেরকে আর্থিক সহায়তা দেয়ার ঘোষণা দেন পুতিন। বর্তমানে শিশুর তিন বছর বয়স পর্যন্ত অর্থ পেয়ে থাকেন বাবা ও মা। নতুন পরিকল্পনায় শিশুর সাত বছর হওয়া পর্যন্ত অর্থ পাওয়া যাবে।

তথ্য-জার্মানির গণমাধ্যম ডয়চে ভেলের

http://www.anandalokfoundation.com/