13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে জমে উঠেছে ফুটবল টুর্নামেন্ট

admin
November 11, 2015 10:57 am
Link Copied!

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার জুড়ে চলছে ফুটবল টুর্নামেন্টের মহোৎসব। “ মাদককে না বল, ক্রীড়া হোক মাদক নিরাময়ের অন্যতম হাতিয়ার ” শ্লোগানকে সামনে রেখে এলাকাবাসির ঐকান্তিক প্রচেষ্টায় যুব সমাজের সহযোগিতায় আলীমউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে ২ অক্টোবর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

আগামী ১৪ নভেম্বর নেকমরদ বনিক সমিতি বনাম মুসকান একাদশ দিনাজপুর’র মধ্যে রয়েছে ফাইনাল খেলা। অপরদিকে উপজেলার মীরডাঙ্গীতে চলছে মরহুম আলী আকবর এমপি ও মিজানুর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। তাছাড়াও ৬ নভেম্বর রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

এলাকার মানুষ মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে। মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় থাকায় হাজারো দর্শক ঠিকমতো খেলা দেখতে না পাওয়ায় নেকমরদ নেটওয়ার্ক কেবল স্যাটেলাইট ব্যবস্থা চালু করেছে। যাতে করে হাজারো দর্শকের সাথে মা-বোনেরাও অতি সহজে খেলা উপভোগ করতে পারছেন। খেলা প্রিয় মানুষ উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নাহিদ হাসান, নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, খেলা পরিচালনা কমিটির সম্পাদক নাজিমুল হাসান, আবু বক্কর সিদ্দিক মানিক, বনিক সমিতির সভাপতি আঃ সালাম, হামিদুল ইসলাম, বুলবুলহক, সইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী খাইরুল ইসলাম, ওমর ফারুক, দবিরুল ইসলামসহ এলাকার যুব সমাজ’র সংগঠিত ভূমিকায় অক্লান্ত পরিশ্রম করে নেকমরদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সফলতা বজায় রেখেছেন। সুস্থ পরিবেশ’র ধারাবাহিকতা বজায় রাখতে নেকমরদ ক্রিকেট এ্যাসোসিয়েশনের সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। মাদকের বিরুদ্ধে সফলতা বয়ে আনছে এই টুর্নামেন্ট।

ফুটবলকে ফিরিয়ে আনতে সকলের ঐক্যবদ্ধ সহযোতিা সফল হচ্ছে। আগামী ১৪ নভেম্বরের ফাইনাল খেলা সফল করার জন্য খেলা পরিচালনা কমিটি সকলের দোয়া কামনা করেছেন।

http://www.anandalokfoundation.com/