13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা অসামান্য: তথ্যমন্ত্রী

admin
January 14, 2019 10:51 pm
Link Copied!

রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকাকে অসামান্য বলে বর্ণনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ রাজধানীর তোপখানা রোডে জাতীয় প্রেসক্লাব ব্রিফিং লাউঞ্জে প্রেসক্লাবের নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির সাথে তথ্যমন্ত্রী হিসেবে প্রথম বৈঠকে তিনি বলেন, ‘সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। কিন্তু রাজনীতি আরো ঝুঁকিপূর্ণ এবং দেশসেবার মহান ব্রত। দেশের সেবা, সমাজ পরিবর্তন এবং সমাজ উন্নয়নই হচ্ছে রাজনীতির মূল লক্ষ্য। রাজনীতির চ্যালেঞ্জ মোকাবিলায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

প্রেসক্লাব সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিনসহ ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিনও এ বৈঠকে যোগ দেন।

সাংবাদিকদের সাথে খোলামেলা আলোচনায় ড. হাছান মাহমুদ নিজ ছাত্রজীবনের কথা স্মরণ করে বলেন, ‘পনের বছর বয়সে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে আমার রাজনৈতিককর্মীর জীবন শুরু। দলের পক্ষে সাংবাদিকতাও করেছি। সে সময় প্রেস রিলিজ লিখে সংবাদপত্র অফিসগুলোতে পৌঁছাতে হয়েছে। এ কারণে সাংবাদিকদের উদ্বেগ-উৎকণ্ঠার সাথে আমি পরিচিত।’

‘তথ্যমন্ত্রী হিসেবে সাংবাদিকদের সকল উদ্বেগ-উৎকণ্ঠা আইনের মাধ্যমে সমাধানের সর্বাত্মক চেষ্টা করবো’ উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘আবাসনসহ সাংবাদিকদের কল্যাণের বিষয়টি আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে উল্লেখ রয়েছে। প্রেসক্লাবের ৩১তলা ভবন ও বঙ্গবন্ধু স্মৃতি কমপ্লেক্সের কাজ দ্রুততম সময়ে শুরুর লক্ষ্যেও কাজ করবে তথ্য মন্ত্রণালয়।’

ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী নেতৃত্বে সামাজিক ও অনলাইন গণমাধ্যমের বিকাশ গণমাধ্যমের ক্যানভাসকেই পাল্টে দিয়েছে। যে কোনো মানুষ সংবাদ মাধ্যমের সাহায্য ছাড়াই নিজস্ব মতামত ও অনুভূতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করতে পারেন, যা বহুমানুষ দেখতে পারে। এর মাধ্যমে গুজব রটানোর মতো অকল্যাণকর পরিস্থিতিও তৈরি হতে পারে। এমন পরিস্থিতি আমাদের সম্মিলিতভাবে মোকাবিলা করতে হবে।’

অনলাইন মিডিয়ার প্রয়োজন আছে, এর বিকাশও প্রয়োজন, সেই সাথে এর বিকাশটি সুষ্ঠু হওয়া প্রয়োজন বলে স্মরণ করিয়ে দেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, ‘আমার পূর্বসূরি একাজটি এগিয়ে নিয়েছেন, আরো কাজ রয়েছে, যা আমরা গণমাধ্যমের সাথে পরামর্শ করে সম্পাদন করবো।’
ওয়েজবোর্ডের কাজও দ্রুত সম্পন্ন করা হবে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, ‘ওয়েজবোর্ডের শুরুতে ইলেক্ট্রনিক মিডিয়া অন্তভর্ুুক্ত ছিল না। কিন্তু আজকের বাস্তবতায় এর প্রয়োজন আছে, ইলেক্ট্রনিক মিডিয়া ওয়েজবোর্ডের আওতায় আসা প্রয়োজন এবং আমরা সেই বিষয়ে কাজ করবো। গণমাধ্যমকর্মী আইনটিও তথ্য, শ্রম ও আইন মন্ত্রণালয়ের সম্মিলিত বৈঠকগুলোর মধ্যদিয়ে চূড়ান্ত হবে। এ বিষয়েও গণমাধ্যম কর্মীদের সহায়তা প্রয়োজন।’

বিএফইউজে সভাপতি মোল্লা জালাল, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, মাইনুল আলম, শাহেদ চৌধুরী, ওমর ফারুক প্রমুখ জ্যেষ্ঠ সাংবাদিকবৃন্দ এসময় বক্তব্য রাখেন। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন তথ্যমন্ত্রী। তথ্যসচিব আবদুল মালেক এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এসময় তিনি বলেন, ‘গণমাধ্যম যেমন রাষ্ট্রের কল্যাণে কাজ করতে পারে তেমনি অপসাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি হতে পারে। বিএফইউজে ও ডিইউজে অপসাংবাদিকদের বিরুদ্ধে সংগঠনের পক্ষ থেকেও ব্যবস্থা নেবেন বলে আমার বিশ্বাস।

বিএফইউজে সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে ও ডিইউজে সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদ, ডিইউজের সহ-সভাপতি খন্দকার মোজাম্মেল হক, যুগ্ম মহাসচিব আবদুল মজিদ, ডিইউজের যুগ্ম মহাসচিব আকতার হোসেন, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিইউজের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক জিহাদুর রহমান জিহাদ, কার্যনির্বাহী সদস্য গোলাম মোস্তফা ধ্রুব, শাকিলা পারভীন, মহিউদ্দিন পলাশসহ ডিইউজের বিভিন্ন ইউনিটের নেতা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/