× Banner
সর্বশেষ
কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

রাজধানী ঢাকার গেন্ডারিয়ায় ছিনতাই ও মাদকের ছোবল

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৬

গেন্ডারিয়া থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি : রাজধানী ঢাকার গেন্ডারিয়ার নামাপাড়া, রেললাইন বস্তি, রেলস্টেশন, তাঁতিবাড়ি গলি, ববিতা গলি, ভাট্টিখানা, কুট্টিপাড়া এলাকায় মাদকসেবীরা দিনেদুপুরে পথচারীদের পথ রোধ করে নগদ টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে অহরহ।

রাতে বা দিনের বেলায় ফাঁক পেলে বাসাবাড়িতে ঢুকে মাদকসেবীরা যেখানে যা পায় তা হাতিয়ে নিয়ে যাচ্ছে দেদারছে। নামাপাড়া, রেললাইন বস্তি,  রেলস্টেশনের চিত্র ভয়াবহ। ওখান থেকে মাদকসেবীরা সাধারণ পথচারীদের পিছু নেয়। সুযোগ বুঝে সর্বস্ব ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে তারা।

এসব এলাকার বিভিন্ন স্পটে চলে মাদক ব্যবসা। আশপাশে পুলিশ থাকলেও পথচারীরা তাদের কাছ থেকে তেমন একটা সহযোগিতা পাচ্ছে না। পুলিশ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা গ্রহণ করে থাকে প্রতিনিয়ত। যারা মাদক ব্যবসা করছে বা মাদক সেবন করছে, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ, উল্টো তাদের সহযোগিতা করছে।

এসব এলাকার টহলরত পুলিশ সাধারণ মানুষকে যে কোনো ধরনের খারাপ বস্তু ধরিয়ে দিয়ে মামলা সাজানোর ভয় দেখিয়ে টাকা-পয়সা আদায়সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে বলেও অভিযোগ করছে ভুক্তভোগী পথচারীরা।


এ ক্যটাগরির আরো খবর..