গেন্ডারিয়া থেকে ভ্রাম্যমাণ প্রতিনিধি : রাজধানী ঢাকার গেন্ডারিয়ার নামাপাড়া, রেললাইন বস্তি, রেলস্টেশন, তাঁতিবাড়ি গলি, ববিতা গলি, ভাট্টিখানা, কুট্টিপাড়া এলাকায় মাদকসেবীরা দিনেদুপুরে পথচারীদের পথ রোধ করে নগদ টাকা-পয়সা, মোবাইল, স্বর্ণালংকার ছিনিয়ে নিচ্ছে অহরহ।
রাতে বা দিনের বেলায় ফাঁক পেলে বাসাবাড়িতে ঢুকে মাদকসেবীরা যেখানে যা পায় তা হাতিয়ে নিয়ে যাচ্ছে দেদারছে। নামাপাড়া, রেললাইন বস্তি, রেলস্টেশনের চিত্র ভয়াবহ। ওখান থেকে মাদকসেবীরা সাধারণ পথচারীদের পিছু নেয়। সুযোগ বুঝে সর্বস্ব ছিনিয়ে নিয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে তারা।
এসব এলাকার বিভিন্ন স্পটে চলে মাদক ব্যবসা। আশপাশে পুলিশ থাকলেও পথচারীরা তাদের কাছ থেকে তেমন একটা সহযোগিতা পাচ্ছে না। পুলিশ মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসোহারা গ্রহণ করে থাকে প্রতিনিয়ত। যারা মাদক ব্যবসা করছে বা মাদক সেবন করছে, তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না পুলিশ, উল্টো তাদের সহযোগিতা করছে।
এসব এলাকার টহলরত পুলিশ সাধারণ মানুষকে যে কোনো ধরনের খারাপ বস্তু ধরিয়ে দিয়ে মামলা সাজানোর ভয় দেখিয়ে টাকা-পয়সা আদায়সহ নানা ধরনের হয়রানির শিকার হচ্ছে বলেও অভিযোগ করছে ভুক্তভোগী পথচারীরা।