× Banner

রাজধানীতে হঠাৎ জেঁকে বসেছে শীত

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ রাজধানীতে হঠাৎ শীত জেঁকে বসায় কিছুটা দুর্ভোগে পড়েছেন নগরবাসী। তারা বলছেন, গত দু-তিন থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। এতে চলাফেরা ও কাজকর্মে বিঘ্ন ঘটছে তাদের। এদিকে আবহওয়া অধিদপ্তর জানাচ্ছে, রাজধানীতে আরো দু-একদিন ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।

সকাল ৮টা। পুব আকাশে সূর্যটা উঁকি মারলেও কুয়াশার চাদরে মোড়া চারদিক। সঙ্গে বইছে হালকা বাতাস। শরীরে গরম কাপড় পড়ে অনেকটা আঁটোসাঁটো হয়ে গন্তব্যে ছুটছেন কেউ। কেউ আবার জবুথুবু হয়ে তাপাচ্ছেন আগুন। এমন চিত্রই প্রমাণ করে রাজধানীতে জেঁকে বসেছে শীত।

নিম্ন আয়ের মানুষরা বলছে, শীত উপভোগের সুযোগ নেই। তাদের মুখোমুখি হতে হয় দুর্ভোগের।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানীতে শীত অনুভূত হলেও তা বেশি দিন স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার রাজধানীতে তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


এ ক্যটাগরির আরো খবর..