শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
রোববার দুপুরে রংপুর সিটি কর্পোরেশনের ৬ ও ২১ নং ওয়ার্ডেও বাবুখাঁর পাড়ার আবুর মোড়, শান্তি পাড়া ও বুড়িরহাট এলাকায় ২ টি রাস্তা ও ১টি ড্রেনের পাকাকরন কাজের উদ্বোধন করেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু ।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর শাহজালাল করিম বকুল, কাউন্সিলর ফজলুল হক, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর জাফরিন ইসলাম রীপা, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, রসিকের সহকারী প্রকৌশলী রাদিব-আল-হাসান, রসিকের উপসহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম, রসিকের উপসহকারী প্রকৌশলী শিহাব-উল-করিম মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার ইয়ামিন রসুল চৌধুরী বেঞ্জু প্রমুখ ।
উল্লেখ্য, সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকা ও জিওবি অর্থায়নে রংপুর সিটি কর্পোরেশনের বাস্তবায়নে বাবু খাঁ মোড় হতে চারতলা মোড় হয়ে ঘোড়া পীর মাজার পর্যন্ত ৫ কোটি টাকা ব্যয়ে আরসিসিড্রেন নির্মান ও রংপুর সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে ৩৩ কোটি টাকা ব্যয়ে ৮২ গ্রুপের মোট ১৪২ টি রাস্তা,ড্রেন,কালভাট পর্যায়ক্রমে নির্মান করা হবে ।