14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

রসিকের রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন

admin
December 21, 2015 7:08 pm
Link Copied!

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো :  রংপুর সিটি কর্পোরেশন (রসিক) সিটি গর্ভনেন্স প্রজেক্ট জাইকা ও জিওবি  অর্থায়নে ১১ কোটি  টাকা ব্যয়ে দুটি রাস্তা ও একটি ড্রেন নির্মান কাজের উদ্বোধন করা হয়েছে । রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সরফুদ্দীন আহম্মেদ ঝন্টু।
সোমবার দুপুরে সিটি কর্পোরেশনের  ২৬, ২৭ ও ৩০ নং ওয়ার্ডের শাপলা চত্বর হইতে বাবু পাড়া রেলগেট ও লিংক ষ্টেশন পর্যন্ত রাস্তার দুই’ধারে ৫৫০ মিটার । এবং দহিগঞ্জ মসজিদ হতে শ্যামা সুন্দরী ক্যানেল ব্রীজ ৩৫০ মিটার ও ভায়া তিনমাথা ১০২০মিটার ও মন্ডল পাড়া ব্রীজ থেকে জিএল রায়রোড পর্যন্ত ৭৭৫ মিটার পর্যন্ত  ড্রেনের  পাকাকরন কাজের  উদ্বোধন করা হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, কাউন্সিলর আকরাম হোসেন , কাউন্সিলর এম এ রাজ্জাক মন্ডল,কাউন্সিলর জাহাঙ্গীর আলম তোতা, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর ফরিদা কালাম, রসিকের নির্বাহী প্রকৌশলী আজম আলী, মহানগর দোকান মালিক সমিতির যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন মিঠু, বিশিষ্ট ঠিকাদার  শফিকুল ইসলাম মিঠু  প্রমুখ । পরে তিনি অসুস্থ সিটি কর্পোরেশনের ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল কাশেম কে রংপুর মেডিকেল কলেজ  হাসপাতালে দেখতে যান ।  এ সময় তার সঙ্গে ছিলেন কাউন্সিলর মাহবুবার রহমান মঞ্জু, গোলাম করীর কাজল,শফিকুল ইসলাম দুলাল প্রমুখ।

http://www.anandalokfoundation.com/