× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

রংপুরের পাঁচ জেলায় সাড়ে ৫ হাজার রাজাকারের তালিকা

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

শেখ মামুন-উর-রশিদ, রংপুর ব্যুরো : রংপুর বিভাগে ১৯৭১ সনে মুক্তিযোদ্ধা চলাকালীন সময়ে পাক হানাদার বাহীনিকে সহায়তাকারী মানবতাবিরোধীদের নামের তালিকা চুরান্ত করেছে বিভাগীয় মুক্তিযোদ্ধা ।

এতে পাঁচ জেলায় প্রায় ৫ হাজার ৬’শ ৬৬ জন রাজাকারের নামের তালিকা জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশের অপেক্ষায় রয়েছে এ তালিকা।

এদিকে মানবতাবিরোধীদের নামের তালিকা জনসম্মুখে প্রকাশ করে তাদের বিচার দ্রুত শেষ দাবি জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠন। বিভাগীয কমিশনারের র্কাযালয় সূত্রে জানা গেছে, রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী ও গাইবান্ধা জেলায় রাজাকারের চূড়ান্ত তালিকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পৌছানো হয়েছে।

আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রত্যেক জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে মুক্তিযোদ্ধা কমান্ড থেকে বলা হয়েছে যে, যদি চূড়ান্ত তালিকায় কোনো রাজাকারের নাম বাদ পড়ে, তবে পরে তাদের নাম পূণরায় তালিকাভুক্ত করা হবে।

তথ্য মতে, রংপুরের ৮ উপজেলায় এক হাজার ১৫ রাজাকারের নাম তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে- রংপুরের বদরগঞ্জে ৩০৫ জন, সদরে ১৮৪, কাউনিয়ায় ৭৯, মিঠাপুকুরে ১৩৪, পীরগঞ্জে ১৫০, গঙ্গাচড়ায় ৩৩ ও পীরগাছায় ১২৯ জন রয়েছে।

নীলফামারীতে রাজাকারের সংখ্যা এক হাজার ৪৯৩ জন। এর মধ্যে সদরে ৩২৯ জন, জলঢাকায় ৩১২, কিশোরগঞ্জে ১৫১, ডোমারে ২৫৯, ডিমলায় ২৩৯ ও সৈয়দপুরে ২২৩ জন রয়েছে।

লালমনিরহাট জেলায় ৬৮১ রাজাকারের নাম চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে সদরে ৩২৫ জন, কালীগঞ্জে ২৫৪, হাতীবান্ধায় ১০২ জন রয়েছে। কুড়িগ্রামের ৯ উপজেলার মধ্যে ৪টিতে এক হাজার ৪২২ রাজাকারের নাম তালিকাভুক্ত হয়েছে।

এর মধ্যে কুড়িগ্রাম সদরে ৩৭৯ জন, উলিপুরে ৩৫২, চিলমারীতে ২৮৭ ও নাগেশ্বরীতে ৪০৪ জন রয়েছে। গাইবান্ধায় সাত উপজেলায় এক হাজার ৫৫ রাজাকারের নামের তালিকা করা হয়েছে। এর মধ্যে সদরে ৮৮ জন, সুন্দরগঞ্জে ৭০, সাদুল্লাপুরে ২১১, পলাশবাড়ীতে ১৫২, গোবিন্দগঞ্জে ৩০০, সাঘাটায় ৬৩ ও ফুলছড়িতে ১৭১ জন রয়েছে।

দুয়েকটি উপজেলায় এখনো তালিকা চূড়ান্ত হয়নি। তবে দ্রুত সেসব উপজেলায় তালিকা প্রস্তুত করে জেলা প্রশাসকের কার্যাালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

আমরা মুক্তিযোদ্ধার সন্তান রংপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবলু জানান, রংপুরের পাঁচ জেলায় রাজাকারের তালিকায় যাদের নাম রয়েছে তা জন সম্মুখে প্রকাশ করে তাদের বিচার শেষ করে এ দেশকে কলঙ্কমুক্ত করা হোক।

অপরদিকে, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও রংপুর প্রেসকাবের সভাপতি সদরুল আলম দুলু বলেন, সরকারের উচিত অতিদ্রুত এ তালিকা জনসম্মুখে প্রকাশ করা। যারা মানবতাবিরোধী অপরাধ ঘটিয়েছে, তাদের বিচারের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো আশু প্রয়োজনীয়।

রংপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোসাদ্দেক হোসেন বাবলু জানান, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড পাবলিকেশন্স প্রকাশিত এএসএম শামসুল আরেফিনের গ্রন্থনা ও সম্পাদনায় প্রকাশিত বৃহত্তর রংপুরের রাজাকারের তালিকা গ্রন্থকে অনুসরণ এবং যাচাই করে এ তালিকা প্রণয়ন করা হয়েছে।

এ তালিকার প্রতিটি রাজাকারের তথ্যেই সত্য। সেই তালিকা আমরা সরকারের নির্দেশে জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছি। পরবর্তী পদক্ষেপ সরকার গ্রহণ করবে।

এ প্রসঙ্গে রংপুরের বিভাগীয় কমিশনার মুহাম্মদ দিলোয়ার বখত্ জানান,বিভাগের পাঁচ জেলার মানবতাবিরোধীদের নামের তালিকা চূড়ান্ত করা হয়েছে। এ তালিকা আমরা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ে জমা দিয়েছি। সেখান থেকেই সরকারের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..