× Banner
সর্বশেষ
গণভোটের লক্ষ্য রাষ্ট্রব্যবস্থা সংস্কার -অধ্যাপক আলী রীয়াজ জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে পরিবর্তন আনার সুযোগ পেয়েছি -তথ্য ও সম্প্রচার উপদেষ্টা গণভোটের পক্ষে সরকারের প্রচারণা নিয়ে প্রশ্ন তোলা ব্যক্তিরা ফ্যাসিবাদী পলাতক শক্তি -স্থানীয় সরকার উপদেষ্টা জবাবদিহিমূলক সরকার চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন -মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা দেশের সুষ্ঠু পুনর্গঠনে গণভোট অত্যন্ত জরুরি -শারমীন এস মুরশিদ ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশ নিয়মিত ও স্বতঃস্ফূর্তভাবে ভূমি উন্নয়ন কর পরিশোধ করার আহ্বান ভূমি উপদেষ্টার জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৯ লাখ সদস্য দায়িত্ব পালন করবে -স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন দেশের ভাগ্য নির্ধারণের নির্বাচন -প্রধান উপদেষ্টা ‘হ্যাঁ’র পক্ষে প্রচারণা চালানো সরকারি কর্মচারীদের নৈতিক দায়িত্বও বটে -আলী রীয়াজ

নারায়ন দেবনাথ

যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ

একাত্তরের মুক্তিযুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধ বিরোধী জামাতে ইসলামের নেতৃত্বে রাজাকার আলবদর আল-শামসের নেতাদের মৃত্যুদন্ডাদেশ দিয়েছিলো। তারই বদলা হিসাবে শেখ হাসিনা সহ কয়েক জনের বিরুদ্ধে একই আদেশ দিয়ে হত্যার প্রতিশোধ নিলো মুক্তিযুদ্ধ বিরোধী জামাত সমর্থিত বর্তমান সরকার।

এখানে আইনের প্রশ্ন ক্ষীণ। কারণ মুক্তিযুদ্ধের সময় রাজাকার আলবদর সারাদেশে নৃশংস হত্যাকান্ড থেকে শুরু করে বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাট মেয়েদের ধর্ষনের যে লোমহর্ষক ঘটনা ঘটিয়েছিল তাতে সারা পৃথিবী থমকে গিয়েছিল। এসব ঘটনায় কোন ছলচাতুরী মিথ্যার কোন স্থান ছিলো না। ফলে মানবতা বিরোধী অপরাধের দায় থেকে মৃত্যুদন্ডাদেশ প্রাপ্ত আসামিদের দন্ড যথাযথ ছিল।

কিন্তু ২৪এর সরকার বিরোধী আন্দোলনে মৃত্যু নিয়ে মানবতার বিরোধী অপরাধের যে অভিযোগ আনা হয়েছে তা বিতর্কিত। কারণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে মৃত্যুর কোন দায় থাকেনা। সাংবিধানিকভাবে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংসের কারণে পুলিশকে গুলি করার নির্দেশ দেয়া রয়েছে। বিচারে এক তরফা ভাবে শুধু ছাত্র-জনতার হত্যার সংখ্যা উল্লেখ করা হয়েছে অপর দিকে ৩০০০ পুলিশ হত্যার ঘটনা ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে বিচারের বাইরে রাখা হয়েছে।

ফলে এই বিচার পক্ষপাতদুষ্ট। ৭৫এ-ও একই ভাবে মুক্তিযুদ্ধ বিরোধী সরকার ক্ষমতা দখল করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে পরিবারশুদ্ধ হত্যা করে পরবর্তীতে জিয়াউর রহমান ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে হত্যার বিচার করা যাবেনা বলে সংবিধানে নথিভুক্ত করেছিল।

কিন্তু ৯৬ সনে আওয়ামী লীগ ক্ষমতায় এসে সংবিধান সংশোধন করে ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিল।

ঠিক একই ভাবে আবারও মুক্তিযুদ্ধের শক্তি ক্ষমতায় এসে ২৪এর সরকার পরিবর্তনের নামে যাদের হত্যা দেখানো হয়েছে তাদের হত্যার পিছনে পুলিশ না অদৃশ্য শক্তির স্নাইফার রাইফেলের গুলিতে তাদের মৃত্যু হয়েছিল তা বেরিয়ে আসবে। কারণ বর্তমান সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা অন ক্যামেরা বলেছিলেন মৃত ছাত্রদের শরীর থেকে যে বুলেট উদ্ধার হয়েছে তা ছিলো স্নাইফার রাইফেলের যা পুলিশ ব্যবহার করেনা।

তবে পচাত্তরের পর যত সহজে আওয়ামী লীগ গনতান্ত্রিক ভাবে ক্ষমতায় এসেছিল এবার সেটা এত সহজ হবেনা। কারণ মুক্তিযুদ্ধের সময় দুই চার পাচ লক্ষ স্বাধীনতা বিরোধী রাজাকার এখন বংশবৃদ্ধি করে ১০ কোটিতে উন্নীত হয়েছে। তাছাড়া বাম সহ যারা সেকুলার পন্থী ছিলো তারা গত এক দেড় বছরে মুক্তিযুদ্ধের চেতনার সাথে আওয়ামী লীগের দুর্নীতি দুঃশাসনকে গুলিয়ে লালবদরে রূপান্তরিত হয়ে গিয়েছেন।

ক্ষমতাচ্যুত হওয়ার পর এপর্যন্ত আওয়ামী লীগ গনতান্ত্রিক ভাবে সাধারণ মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বিরোধীদের মোকাবেলা করতে চেয়েছে। কিন্তু গনতন্ত্রের প্রতি এই বোধোদয়টি যদি ক্ষমতায় থাকতে হতো তাহলে তাদের ক্ষমতা চ্যুত হতে হতো না। এখন বাংলাদেশে কোন গনতান্ত্রিক পরিবেশ নেই। আর এটি এক/দুই মাসে গড়ে তোলা সম্ভব নয়। এরজন্য ধারাবাহিক চর্চা করতে হয়। সেটা বাংলাদেশে এখন আর গড়ে উঠা সম্ভব নয়।

তাছাড়া প্রতিহিংসাকে গনতন্ত্র দিয়ে মোকাবেলা করা যায়না যদি না দেশে গনতান্ত্রিক পরিবেশ না থাকে। ফলে সমাধান একটাই সত্যিকার অর্থে যদি বাংলাদেশকে একটা অসাম্প্রদায়িক সুস্থ গনতান্ত্রিক পরিবেশে ফিরিয়ে আনতে হয় তাহলে আরেকটা মুক্তিযুদ্ধ ছাড়া কোন বিকল্প নেই।


এ ক্যটাগরির আরো খবর..