× Banner
সর্বশেষ
আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া

পি আই ডি

যশোরে ২টি তক্ষক ও মেছো বিড়াল উদ্ধার

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

আজ ১০ জুন ২০২৫ তারিখ, দুপুরে যশোর সামাজিক বন বিভাগের আওতাধীন সাতক্ষীরা সদর উপজেলার তালতলা নামক স্থান থেকে পুলিশ একটি তক্ষক উদ্ধার করেছে। মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির কাছ থেকে তক্ষকটি উদ্ধার করা হয়। এছাড়া, বন বিভাগের সোর্সের মাধ্যমে আরও একটি তক্ষক এবং আসামীকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় আগামীকাল থানায় একটি মামলা দায়ের করা হবে।

এছাড়া, একই দিনে যশোর সামাজিক বন বিভাগের আওতাধীন শার্শা উপজেলার বুজতলা গ্রামের রাস্তা সংলগ্ন আম বাগান থেকে একটি অসুস্থ মেছো বিড়াল উদ্ধার করা হয়। উদ্ধার করা বিড়ালটি শার্শা এসএফএনটিসি হাসপাতালে নিয়ে আসা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে বিড়ালটি কিছুটা সুস্থ হয়ে নিজে অল্প হাটাচলা করতে পারছে। দ্রুত সুস্থ হলে তাকে তার বাসস্থানের কাছাকাছি ছেড়ে দেওয়া হবে।

এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং বন্যপ্রাণী সুরক্ষায় বন অধিদপ্তরের চলমান প্রয়াস অব্যাহত থাকবে।


এ ক্যটাগরির আরো খবর..