× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

যশোরে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

যশোর অফিসঃ যশোরে মিল শ্রমিক এক শিশুকে (১৩) ধর্ষণের অভিযোগে আলামিন (১৯) নামে এক যুবকের নামে কোতয়ালী থানায় মামলা হয়েছে। অভয়নগর উজেলার বানিয়ারগাতি গ্রামের এক দিনমজুরের স্ত্রী বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি করেছেন।

পুুলিশ জানায়, অভাবের সংসার তাই তার ১৩ বছরের মেয়ে বানিয়ারগাতি গ্রামের নর্থ-সাউথ সুতার মিলে কাজ করে। ওই মিলের আর এক শ্রমিক বসুন্দিয়া গ্রামের আব্দুল মজিদের ছেলে আলামিন একই মিলে কাজ করে। আলামিন তার মেয়েকে  প্রায় সময় বিভিন্ন লোভ দেখাতো ও বিয়ে করবে বলে জানায়। এভাবে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১৭আগস্ট রাতে দুজনের ডিউটি ছিল। রাত দুইটার দিকে মেয়েটিকে মিলের গোডাউনের মধ্যে নিয়ে আলামিন ধর্ষণ করে। মিলের লাইনম্যান শরিফুল, সিকিউরিটি গার্ডসহ আরও কয়েকজন দেখে ফেলায় ঘটনা জানাজানি হয়।

মামলাটির তদন্তকারী কর্মকর্তা এসআই তরিকুল ইসলাম বলেন, ‘শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্যে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আলামিনকে আটকের চেষ্টা চলছে।’


এ ক্যটাগরির আরো খবর..