যশোর-নড়াইল মহাসড়কে তারাগঞ্জ বাজার এলাকায় বিজিবির অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল এবং ৪ বোতল বিদেশী মদসহ ১ জন ভারতীয় ও ১ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, ভারতের পশ্চিমবঙ্গের নাদন ঘাট থানার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার (৩8) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আঃনগনি গাইনের ছেলে জাহাঙ্গীর আলম (৩৭)।
শনিবার ( ২৭ সেপ্টেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন ভারতীয় ও ১ জন বাংলাদেশী নাগরিকসহ ১২৫ বোতল ফেন্সিডিল, ৪ বোতল বিদেশী মদ এবং ০১টি মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তিদের ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ফেন্সিডিল এবং মদগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, দূর্গা পূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকা পাচার করার উদ্দেশ্যে ফেন্সিডিল এবং মদগুলো নিয়ে যাচ্ছিল।
আটককৃত ফেন্সিডিলের মূল্য-৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা, বিদেশী মদের মূল্য- ৬,০০০/-(ছয় হাজার) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং নগদ ১৮,০০০/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৮৪,০০০/- (চুরাশি হাজার) টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মাদকদ্রব্য এবং চোরাকারবারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আটককৃত আসামীসহ মাদকদ্রব্য যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
এ ক্যটাগরির আরো খবর..