× Banner
সর্বশেষ
পর্যটনের মূল উদ্দেশ্য পারিবারিক আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া- বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে নৌকা বাইচ প্রতিযোগিতা ময়মনসিংহের দুর্গাবাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা সালথায় সাংবাদিককে প্রকাশ্যে মেরে ফেলার হুমকি দিল শ্রমিকদল ও যুবদল নেতা কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে আহত চিকিৎসাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছেড়ে যাওয়ার আগে পর্যাপ্ত খাদ্য মজুত রেখে যাবো -আলী ইমাম মজুমদার নবরাত্রির ষষ্ঠ দিনে মা কাত্যায়নী পূজা জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ৭৩টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত শ্যামনগরে ৭০টি মন্ডপে মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু ৪ অক্টোবর ২০২৫ইং তারিখের মধ্যে গণতন্ত্র মঞ্চ সংসদ সদস্য নির্বাচনের প্রার্থী তালিকা প্রাথমিক বাছাই করবে

জেলা প্রতিনিধি

যশোরের তারাগজ্ঞ এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় ফেনসিডিল ও বিদেশি মদসহ আটক -২

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতীয় ফেনসিডিল ও বিদেশি মদ

যশোর-নড়াইল মহাসড়কে তারাগঞ্জ বাজার এলাকায় বিজিবির অভিযানে ১২৫ বোতল ফেন্সিডিল এবং ৪ বোতল বিদেশী মদসহ ১ জন ভারতীয় ও ১ জন বাংলাদেশী নাগরিক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
আটক আসামী হলেন, ভারতের পশ্চিমবঙ্গের নাদন ঘাট থানার ধোবা গ্রামের মৃত পরিতোষ হালদারের ছেলে ইন্দ্রজিৎ হালদার (৩8) সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বোয়ালিয়া গ্রামের আঃনগনি গাইনের ছেলে  জাহাঙ্গীর আলম (৩৭)।
শনিবার ( ২৭ সেপ্টেম্বর) ভোরে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতয়ালী থানাধীন যশোর-নড়াইল মহাসড়কে তারাগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ১ জন ভারতীয় ও ১ জন বাংলাদেশী নাগরিকসহ ১২৫ বোতল ফেন্সিডিল, ৪ বোতল বিদেশী মদ এবং ০১টি মোবাইল আটক করে।
আটককৃত ব্যক্তিদের ব্যাগে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত ফেন্সিডিল এবং মদগুলো পাওয়া যায়। আটককৃত আসামীদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, দূর্গা পূজা উপলক্ষে ভারত থেকে যশোর হয়ে ঢাকা পাচার করার উদ্দেশ্যে ফেন্সিডিল এবং মদগুলো নিয়ে যাচ্ছিল।
আটককৃত ফেন্সিডিলের মূল্য-৫০,০০০/-(পঞ্চাশ হাজার) টাকা, বিদেশী মদের মূল্য- ৬,০০০/-(ছয় হাজার) টাকা ও ০১টি মোবাইল এর মূল্য ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং নগদ ১৮,০০০/- টাকাসহ সর্বমোট আনুমানিক সিজার মূল্য ৮৪,০০০/- (চুরাশি হাজার) টাকা।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আসন্ন দূর্গা পূজা উপলক্ষে ভারত হতে বাংলাদেশে মাদক পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় মাদকদ্রব্য এবং চোরাকারবারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্যসহ চোরাকারবারী আটক করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে। এবং আটককৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে আটককৃত আসামীসহ মাদকদ্রব্য যশোর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..