যশোর প্রতিনিধি:
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নভেম্বর মাসের প্রথম সপ্তাহকে ‘সাংস্কৃতিক সপ্তাহ’ হিসেবে পালন করা হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে ক্যাম্পাসে পদযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুস সাত্তারের নেতৃত্বে পদযাত্রাটি মূল ফটকে শুরু হয়ে অনুষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে অনুষদ ভবনের গ্যালারিতে ‘বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা অতীব প্রয়োজন শীর্ষক আলোচনা সভা হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার প্রফেসর শেখ আবুল হোসেন। অনুষ্ঠানে ডিনদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. আনিছুর রহমান, ড. মো. জিয়াউল আমিন, ড. বিপ্লবকুমার বিশ্বাস, ড. সাইবুর রহমান মোল্যা এবং শিক্ষকদের পক্ষ থেকে ব্যক্তব্য রাখেন প্রফেসর ড. শেখ মিজানুর রহমান। সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে নৃত্য আবৃত্তি, যন্ত্র সংগীত, সংগীত (ছয়টি ধারায়) বিতর্ক, গল্প বলা ও অভিনয়।