× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

মোবাইলে গান ও গেমস আপলোড করার ফাঁদে কলেজ ছাত্রীকে ধর্ষণ, ফেসবুকে অশ্লীল ছবি ছড়িয়ে

admin
হালনাগাদ: রবিবার, ১৪ জানুয়ারী, ২০১৮

খুলনা প্রতিনিধিঃ খুলনা মহানগরীর দৌলতপুরে কলেজছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ ও অশ্লীল ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগে রানা হাওলাদার (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ৯টায় দৌলতপুর থানার পুলিশ মধ্যেডাঙ্গার একটি শালিসি থেকে রানা হাওলাদরকে গ্রেপ্তার করে।

শনিবার তাকে নারী ও শিশু নির্যাতন আইন মালায় কোর্ট হাজতে পাঠিয়েছে। অভিযুক্ত রানা দৌলতপুর মধ্যেডাঙ্গা প্রাইমারি স্কুলের পেছনে আদম আলী হাওলাদারের ছেলে। সে একটি মোবাইল ফোনের দোকানের কর্মচারী। অভিযোগে জানা গেছে, একই গ্রামের খবিরুল ইসলামের কলেজ পড়ুয়া (১৭) কন্যা মোবাইলে গান ও গেমস আপলোড করতে গিয়ে রানার সঙ্গে পরিচয় হয়।

এক পর্যায়ে রানার সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সুযোগে রানা মেয়েটিকে বিয়ের লোভ দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। রানা মেয়েটির বিবস্ত্র উলঙ্গ ছবি গোপনে মোবাইলে ধারণ করে। মেয়েটি বিয়ের কথা বললে রানা উলঙ্গ ছবি দেখিয়ে মেয়েটিকে ভয়ভীতি প্রদর্শন করে বিয়ে না করার টালবাহনা শুরু করে। এতে মেয়েটি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। এক পর্যায়ে পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হয়। মেয়েটির পরিবার থেকে রানাকে সমাধান করার কথা বললে রানা মেয়েটির বিবস্ত্র ছবি ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দেয়। পরে রানা মেয়েটির নামে একটি আইডি খুলে অশ্লীল ছবিগুলো আপলোড করে ফেসবুকে ছড়িয়ে দেয়।

বিষয়টি এলাকায় জানাজানি হলে এলাকাবাসী কয়েকবার শালিস বৈঠক করে। কিন্তু রানা কিছুইতেই মেয়েটিকে বিয়ে করবে না বলে জানায়। গত শুক্রবার রাতে স্থানীয় দাউদ আলী নামে গ্রামের এক ব্যাক্তির বাসায় এ বিষয়ে শালিস হয়। শালিসিতে রানার পারিবার বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ খবর পেয়ে রানাকে গ্রেপ্তার করে। রানার নামে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। এ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে ফেসবুকে ছবি ছড়িয়ে দেয়ার অপরাধে রানার নামে তথ্য প্রযুক্তি আইনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..